দেশের সময় ওয়েবডেস্কঃ অমরনাথ যাত্রায় হামলার ছক বানচাল করল কাশ্মীর পুলিশ।
উপত্যকায় ঢোকা লস্কর জঙ্গিদের সঙ্গে সোমবার গভীর রাতে শ্রীনগরের বেমিনা এলাকায় পুলিশের গুলিযুদ্ধ হয়। দীর্ঘ লড়াইয়ের পর দুই লস্কর জঙ্গিকে গুলি করে খতম করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এক স্থানীয় এবং একজন পুলিশ কর্মী জখম হয়েছেন এই সংঘর্ষে। পুলিশের গুলিতে খতম হয়েছে এক পাক জঙ্গিও। কাশ্মীর পুলিশ জানিয়েছে, খতম হওয়া দুই জঙ্গি লস্কর–ই–তৈবার সদস্য। আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
সেখানে হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদী সংগঠনটি। জানা গেছে মৃত তিন জঙ্গি পাকিস্তান দিয়ে উপত্যকায় ঢুকেছিল। সোমবার রাতের এই অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। তিনি জানান, পাকিস্তান থেকে দুই লস্কর–ই–তৈবা জঙ্গি ভারতে এসেছিল। তাদের নিকেশ করা হয়েছে।
সেই সঙ্গে গুলিতে মারা পড়েছে আরেক পাকিস্তানি জঙ্গি। ২০১৮ সাল থেকে আদিল হুসেন মীর নামে ওই ব্যক্তি ভারতে বসবাস করছিল। অমরনাথ যাত্রায় নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তারপর থেকে ওই জঙ্গিদের গতিবিধির উপর নজর রেখেছিল পুলিশ। নিহত দুই লস্কর জঙ্গির একজনের পরিচয় জানতে পেরেছে কাশ্মীর পুলিশ।
পাকিস্তানের ফয়জলাবাদ এলাকার বাসিন্দা ওই জঙ্গির নাম আবদুল্লাহ গাজৌরি। পুলিশের অনুমান, নিকেশ হওয়া তিন জঙ্গিই ফয়জলাবাদের বাসিন্দা। খতম জঙ্গিদের কাছ থেকে দুটি একে–৪৭ রাইফেল, ১০টি ম্যাগাজিন, লাইভ রাউন্ড, ওয়াই–এসএমএস ডিভাইস–সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে।