Terror Attack Threat: ‘২৬/১১-র মতোই হামলা হবে আবার’, ছক কষেছে পাক জঙ্গিরা,মেসেজ এল মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে

0
685

দেশের সময় ওয়েবডেস্কঃমু ২৬/১১-র স্মৃতি এখনও দগদগে, এরইমধ্যে একই ধাঁচে ফের হামলার হুমকি পেল মুম্বই পুলিশ। শনিবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়, মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে। কে বা কারা ওই হামলার হুমকি দিয়েছে, সে সম্পর্কে এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, বিদেশ থেকেই এই হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের তরফেকবে সেই হামলা হবে তা বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এই মেসেজ নিয়ে ঘুম ছুটেছে বাণিজ্যনগরীর পুলিশের

জানা গেছে, মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বরে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছে। কে মেসেজ করেছে তাও জানা যায়নি। নম্বরটি পড়শি দেশের।
হুমকি বার্তায় বলা হয়েছে, ভারতে আগামী হামলাটি ফিরিয়ে আনবে ১৪ বছর আগের স্মৃতি। মুম্বইতে যেমনভাবে জঙ্গি হামলা হয়েছিল, ঠিক সেভাবেই নাকি ফের কেঁপে উঠবে ভারত। মুম্বইতে ১০ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী এই হামলার ছক কষেছে বলেও জানানো হয়েছে হুমকি মেসেজে। হামলার পরিকল্পনা বাস্তবায়িত করবে ৬ জন।

কিছুদিন আগেই ভারতে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি ধুমধাম করে পালিত হয়েছে। দেশজুড়ে এই সময় নিরাপত্তাও বেশ জোরদার। কিন্তু সেই আবহেই এমন হুমকি বার্তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে মুম্বই পুলিশ। চলছে তদন্ত।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা নেই। তবে সতর্কতাবশে সতর্কতা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, হুমকি মেসেজের খবর ছড়িয়ে পড়তেই মুম্বইবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কের কোনও কারণ নেই।
তবে সম্প্রতিই মহারাষ্ট্রের রায়গড় থেকে অস্ত্রবোঝাই নৌকা উদ্ধার করা হয়। দুটি নৌকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাক সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। ১০ জন জঙ্গি সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করেছিল, হাসপাতাল, তাজ হোটেল সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে মুম্বই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলে। আজমল কাসব নামক এক জঙ্গিকে গ্রেফতার করা হয়।

Previous articlePartha Chatterjee || Anubrata Mondal : ‌পার্থ ঘনিষ্ঠের খোঁজে ঝাড়খণ্ডের হোটেলে হানা আয়কর দপ্তরের, অনুব্রতকে নিয়ে আসানসোলের পথে সিবিআই
Next articleBadru Banerjee: প্রয়াত অলিম্পিয়ান প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,টুইটারে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here