Telangana: ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়! ট্র্যাক্টর-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

0
748

দেশের সময় ওয়েবডেস্কঃ তেলেঙ্গানায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত ৫। আহত ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় অনেকই ৷

জানা গেছে, রবিবার তেলেঙ্গানার সুরিয়াপেট জেলার একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৩০ জন তীর্থযাত্রী। সকলেই ট্র্যাক্টরে বসেছিলেন। ফেরার পথে রাস্তা ভুল করে জাতীয় সড়কে উঠে পড়ে ট্র্যাক্টরটি। সেই সময়ে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা দেয়। 

ছিটকে পড়েন ৩০ জন যাত্রী। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Previous articleWinter 2022:শীতের শুরু বাংলায়! আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে, জানুন
Next articleWeather: দুয়ারে শীত!একধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here