Tanishq : তানিষ্ক-মিয়ার ষষ্ঠ নতুন আউটলেট পার্ক স্ট্রিটে, এক্সক্লুসিভ ডিজাইনের গয়নায় রয়েছে বিশেষ ছাড়

0
442

দেশের সময়; ফ্যাশনেবল জুয়েলারি ব্র্যান্ড বলতে প্রথমেই যে নামগুলো মাথায় আসে তার মধ্যে তানিষ্ক একটি। চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ডিজাইন ও আভিজাত্যের মোড়কে তানিষ্ক বরাবর প্রথম সারিতেই থেকেছে। পার্ক স্ট্রিটে এবার তানিষ্ক-মিয়ার নতুন স্টোরের উদ্বোধন হয়েছে ধনতেরসের আগেই ।

জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থা তানিষ্ক এক্সক্লুসিভ গয়নার কালেকশন নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের

৫০০ বর্গফুটের নতুন স্টোরটি দেখতে খুব সুন্দর। ১৪ ক্য়ারেট ও ১৮ ক্য়ারেটের গয়না পাওয়া যাবে। নানা ডিজাইনের স্টোন, সোনা ও হিরের গয়না পাওয়া যাবে নতুন এই আউটলেটে।


নতুন ডিজাইনের ক্রাফটেড গোল্ড, ডায়মন্ড ,কালার স্টোনের কানের স্টাড, ফিঙ্গার রিং ,ব্রেসলেট, পেন্ডেন্ট,নেকওয়্যার সবই পাওয়া যাবে। সূক্ষ্ম ও অসাধারণ ডিজাইনের জন্য তানিষ্ক-মিয়ার নাম সুপ্রসিদ্ধ। নতুন আউটলেটে রয়েছে আরও চমক ৷

টাইটান কোম্পানি লিমিটেডের জুয়েলারি ডিভিশনের সিইও রিচা শর্মা ও অজয় চাওলা এই নতুন স্টোরের উদ্বোধন করেছেন। নতুন আউটলেটের পথ চলা উপলক্ষে এখন তানিষ্ক থেকে যে কোনও জিনিস কিনলেই ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই অফার চলবে ২১ থেকে ২৩ অক্টোবর অবধি।

রিচা শর্মার কথায়,“পার্ক স্ট্রিটে আমার প্রিয় ও ট্রেন্ডি জুয়েলারি শপগুলোর মধ্যে অন্যতম তানিষ্ক-মিয়া। এখন গয়না কেনার একটা ওয়ান স্টপ গন্তব্য হল। মিয়ার লোভনীয় ডিজাইন মন জয় করার মতোই। “

মিয়া ও তানিষ্কের জোনাল বিজনেস হেড অলোক রঞ্জন জানান, “কলকাতা আরও একটা মিয়ার স্টোর চালু করতে পেরে ভাল লাগছে। ব্যতিক্রমী গয়নার ডিজাইনে গ্রাহকদের মন খুশি করার নিরন্তর চেষ্টা করব আমরা। নতুন স্টোরে রুচিশীল অনেক রকম গয়নার ডিজাইন রয়েছে যা মহিলাদের আকৃষ্ট করবেই। তাঁদের সম্পূর্ণ করে তুলবে। গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। “

Previous articlePM Narendra Modi: দীপাবলির আগে ‘রোজগার মেলার’ সূচনা প্রধান মন্ত্রীর ,একশ বছরের মহামারী একশ দিনে যাবে না,বললেন মোদী
Next articleTET Agitation: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল নাগরিক সমাজ, সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মিছিলে বাদশা-মন্দাক্রান্তা-শ্রীলেখারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here