Tangra Unnatural Deaths হাতের শিরা কাটা! ট্যাংরায় তিন ঘরে তিনটি দেহ উদ্ধার করল পুলিশ

0
24

বাড়িতে তখন পড়ে দুই বউ-মেয়ের রক্তাক্ত দেহ, দুই ভাই আর ছেলে রাস্তায় বেরোন ‘আত্মহত্যা’ করতেই? ট্যাংরাকাণ্ডে রোমহর্ষক তথ্য

ফের কলকাতায় রহস্যমৃত্যু! একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু ট্যাংরায়। বুধবার সকালে এলাকার একটি বাড়ি থেকেই তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির হাতের শিরা কাটা ছিল বলে জানিয়েছেন পুলিশ।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং এক কিশোরী। তাঁরা সকলেই আত্মহত্যা করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আত্মহত্যা করলে তার কারণ কী, সেটাও তদন্তসাপেক্ষ। একই পরিবারের তিন জনের রহস্যমৃত্য ঘিরে শোরগোল শুরু হয়েছে ট্যাংরার অতুল শূর রোড এলাকায়।

বুধবার সকালে ইএম বাইপাসের উপর একটি পথদুর্ঘটনায় এক আহতের কাছ থেকে ট্যাংরার ঠিকানা উদ্ধার করে পুলিশ। সেই ঠিকানা সূত্রে দুর্ঘটনার খবর দিতে ট্যাংরার বাড়িটিতে পৌঁছেছিল পুলিশ। তখনই তারা মৃতদেহগুলি উদ্ধার করে। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুই মহিলা এবং এক কিশোরী রয়েছে। বুধবার সকালে বাড়িটির তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত এক মহিলার স্বামী কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পরিবারের সকলেই আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের মধ্যে অস্বাভাবিক কিছুই লক্ষ্য করা যায়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা। রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধদমন শাখা) রূপেশ কুমার। পুলিশ জানিয়েছে, ইম বাইপাসের দুর্ঘটনায় আহতদের একজন দাবি করেছেন, আর্থিক অনটনের কারণে পরিবারের সকলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ওই ব্যক্তি আরও দাবি করেছেন, বুধবার সকালে তাঁরাও নিজেদের শেষ করে দেওয়ার জন্যই ওই দুর্ঘটনা ঘটান।

প্রসঙ্গত, বুধবার সকালেই রুবির কাছে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রিবাহী গাড়ি। এই দুর্ঘটায় তিন জন আহত হন। সেই দুর্ঘটনায় আহতের পরিবারের খোঁজ করতে গিয়ে বাড়ি থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।

সূত্রের খবর, পুলিশের কাছে যে বয়ান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ঘুমের ওষুধ খাওয়ার পরেই নিজেরাই নিজেদের শরীরে আঘাত করেছে। ওইভাবেই আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু, শরীরে যে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তা নিজেরাই করেছেন নাকি কেউ মারধর করেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।

ট্যাংরাকাণ্ডে এখনও ধন্দে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বাড়ছে রহস্য। প্রণয় দে ও প্রসূণ দে-কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাঁদের লেদারের ব্যবসা ছিল। এলাকায় গিয়ে তদন্ত নেমে জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির সদস্যদের। সূত্রের খবর, বাড়ির লোক মারফত পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরেই ব্যবসায় লোকসান হচ্ছিল। ঘটনার পিছনে আর্থিক সমস্যাই মূল কারণ কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। 

কিছু সময় আগেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার স্পষ্টতই জানান, মধ্যরাত সাড়ে তিনটে নাগাদ একটি চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনাতেই আহত হয়েছিলেন প্রণয় দে ও প্রসূণ দে। তাঁদের ঠিকানায় খোঁজ চালাতেই তাঁদের স্ত্রী-সহ মেয়ের দেহ উদ্ধার হয়। কিন্তু, খুন করে হত্যা, বাড়িতে ঢুকেই ওই মহিলাদের কেউ খুন করে নাকি আত্মহত্যা তা নিয়ে বাড়ছে রহস্য। যদিও কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জোর দেওয়া হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে।

সূত্রের খবর, পুলিশের কাছে যে বয়ান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ঘুমের ওষুধ খাওয়ার পরেই নিজেরাই নিজেদের শরীরে আঘাত করেছে। ওইভাবেই আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু, শরীরে যে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তা নিজেরাই করেছেন নাকি কেউ মারধর করেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। তবে কী প্রথমে বাড়ির তিন সদস্য আত্মহত্যা করতেই বাকিরাও আত্মহত্যার পথে হাঁটছিলেন? মানসিক আঘাত তীব্র হতেই দুর্ঘটনার কবলে পড়েন দুই ভাই? উঠছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। প্রতিবেশীদের অনেকেই আবার বলছেন, বাড়ির বড় ছেলের পুত্রেরও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যদিও তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

সে কারণে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে বাড়ি থেকে উদ্ধার হওয়া তিন দেহের ময়নাতদন্তের রিপোর্টের উপরেই। সোজা কথায়, আঘাতের অভিমুখ জানলে গোটা ঘটনার রহস্য অনেকটাই কাটতে পারে। ঘটনায় কলকাতার নগরপাল মনোজ বর্মা বলছেন, “কেন হল তার পুরো রিপোর্ট আমার কাছে নেই। তবে আর্থিক কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে পরিবারের মধ্যেই যে কিছু ইস্যু আছে।” 

Previous articleSeikh Hasina হরতালে ব্যাপক সাড়া, লড়াইয়ের অঙ্গীকার দলের ,  দেশবাসীকে অভিনন্দন হাসিনার
Next articleTangra Incident ট্যাংরাকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে , নাবালককে সঙ্গে নিয়ে গাড়িতে উঠছেন দুই ভাই! সিপি অপেক্ষায় ময়নাতদন্তের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here