Tamluk Court রামকৃষ্ণ মিশনে ২০ দিন সেবামূলক কাজ করার শর্তে ৫ জুয়াড়ির জামিন তমলুক আদালতে

0
77

দেশের সময় , তমলুক পূর্ব মেদিনীপুর : সকাল থেকে  কেউ ঝাড়ু দিয়ে সাফসুতরো করছে আশ্রম, কেউ ঝেড়ে দিচ্ছে ঝুল। রামকৃষ্ণ মঠ সেবাশ্রমে  ২০ দিন সেবামূলক কাজ করতে হবে তাদের। এমনই অভিনব শর্তেই জামিন দেওয়া হয়েছে ৫ অনলাইন জুয়াড়িকে। তমলুক জেলা আদালতের বিচারকের সেই অভিনব রায় শুনে খুশি সরকারি ও অভিযুক্তদের আইনজীবীরাও।

২৪ শে অক্টোবর তমলুক থানার নিমতৌড়িতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। ধৃতদের তমলুক সিজিএম কোর্টে তোলা হলে বিচারক অভীক কুমার চট্টোপাধ্যায় তিনটি শর্তে তাদের জামিন দেন।। প্রথমত কোর্টের নির্দেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না।

দ্বিতীয়ত সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে। তবে তৃতীয় শর্তটি একেবারেই অন্যরকম। কুড়ি দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমে সেবা মূলক কাজ করতে হবে তাদের। আদালতের নির্দেশের কপি রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।

তারপর থেকেই প্রত্যেকদিন সকাল দশটায় পাঁচ জন হাজিরা খাতায় সই করে ঢুকছে আশ্রমে। তারপর যখন যেমন বলা হচ্ছে তেমনই ভাবে আশ্রমের কাজ সারছেন তাঁরা। কখনও আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কখনও আবার দাতব্য চিকিৎসালয়ে অন্যরকম কোনও কাজ। পাঁচটায় ছুটি হলে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের কাছ থেকে হাজিরা খাতা সই করিয়ে বাড়ি ফিরছেন।

গত ২৪ শে অক্টোবর তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ একটি সোর্স মারফত খবর পেয়ে ওই জুয়ার ঠেকে হানা দেন। সেখান থেকে গ্রেফতার করা হয় সুধীর শেঠ, হরিপদ মণ্ডল, রবি রাউত, মুর্শেদ মল্লিক ও শেখ আশিক আলি নামে পাঁচজনকে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠায় পুলিশ। এরপরেই বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শুনে তিন শর্তে জামিন দেয় ধৃতদের। তমলুক সিজিএম কোর্টের এই অভিনব নির্দেশকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। 

Previous articleJessore roadফের যশোর রোডের শুকনো ডাল ভেঙে পড়ে বিপত্তি বনগাঁয়! দেখুন ভিডিও
Next articleJammu and Kashmir কাশ্মীরে যাত্রাপথে হঠাৎই জঙ্গিদের কবলে সেনা অ্যাম্বুলেন্স, চলল গুলি, সহযোদ্ধাদের বাঁচাতে প্রাণ দিল ফ্যান্টম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here