Taki Durga Immersion : ইছামতীতে দুই বাংলার মিলন, বিসর্জন দেখতে ভিড়! দেখুন ছবি…

0
522

দেশের সময়়, উত্তর ২৪ পরগনা: ইছামতী নদীতে এবারও ধরা পড়ল দুর্গাপুজোর বিসর্জনের চেনা ছবি। দুই বাংলার বনেদী বাড়ি ও বারোয়ারি পুজোর প্রতিমা এদিন মাঝনদীতে বিসর্জন দেওয়া হয়। নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

টাকিতে ছবিগুলি তুলেছেন কুমার বসু৷

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট মহকুমার টাকি দুর্গাপুজোর ভাসানের জন্য বিখ্যাত। প্রত্যেক বছর ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীর মাঝখানে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন হয় নিষ্ঠার সঙ্গে।

ইছামতী নদীতে দুর্গা বিসর্জনের সময় দেখা যায় দুই বাংলার মিলনোৎসব। এপারে বসিরহাটের টাকি। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। অবিভক্ত বাংলায় টাকির ইছামতীর বুকে বিসর্জনের উৎসব প্রাচীনতম ঐতিহ্য। একই নদীর বুকে ভারত বাংলাদেশের নৌকা নামে দু’দেশের প্রতিমা নিয়ে।

দুই দেশের প্রতিমা বিসর্জন দেখতে দেশ-বিদেশের মানুষ বিজয়া দশমীর দিন টাকিতে ভিড় করেন। দশমীর সকাল থেকে ছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা বিসর্জন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা সেখানে এসেছিলেন। যদিও আগের তুলনায় ইছামতী বক্ষে বাংলদেশের নৌকার পরিমাণ কম হওয়ায় মুখ ভার অনেক পর্যটকদের।

Previous articleBAGBAZAR SARBOJANIN Dashami : বাগবাজার সর্বজনীনে চোখের জলে বিদায় উমার, কনকাঞ্জলি দিয়ে মা চললেন কৈলাসে
Next articleDurga Puja: ইছামতি নদীতে দূষণবিহীন প্রতিমা নিরঞ্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা বনগাঁ পুরসভার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here