কয়েক মাস আগের ঘটনা। দেশের মাটিতে বিশ্বকাপ। ওয়ান ডে ফরম্যাটে ২০১১ সালের পর ফের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন রোহিতরা। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। ভেঙে পড়া টিম ইন্ডিয়ার সদস্যদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ড্রেসিংরুমে ঢুকে বুকে টেনে নেন মহম্মদ সামিদের। কথা বলেন রোহিত, বিরাটদের মতো সিনিয়র প্লেয়ারদের সঙ্গে। ভেঙে না পড়ার কথা বলেন। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হওয়ার পরই রোহিত-বিরাট, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
টি-২০ বিশ্বকাপ জয়ের অন্তত ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরবেলা দেশের মাটিতে পা রেখেছেন রোহিত, বিরাট, হার্দিকরা। দিল্লি পৌঁছে হোটেলে একটু বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁরা। তবে যে জার্সি পরে দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি টিম ইন্ডিয়া। পোশাক বদল হয়েছে তাঁদের।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে চিরাচরিত নীল রঙের সঙ্গে লেগেছিল গেরুয়া ছোঁয়া। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় দল যে জার্সি পরে দেখা করতে গেছে তাতে খুব বেশি বদল হয়নি। কিন্তু সামান্য পরিবর্তন করা হয়েছে। তবে সেই বদলটাই বিরাট! যে জার্সি পরে রোহিতরা চ্যাম্পিয়ন হলেন মূলত সেই জার্সিই পরেন তাঁরা, শুধু তাতে আলাদা করে লেখা হয়েছে ‘চ্যাম্পিয়নস’ এবং বিসিসিআই লোগোর ওপর একটি তারার বদলে যুক্ত করা হয়েছে আরও একটি তারা। অর্থাৎ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন।
এদিন সকাল ১০.৪৫ নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ১১টা নাগাদ তাঁদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। ১ ঘণ্টা তাঁদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।
দিল্লি থেকে ক্রিকেটাররা বিকেলের বিমানে পৌঁছবেন মুম্বই। সেখানেই কার্যত জনপ্লাবন হবে। কারণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে বিজয়যাত্রা করার কথা টিম ইন্ডিয়ার। হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে এই বিজয় প্যারেড। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান।
বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা, আর্থিক পুরস্কার।
গত ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেই জয়ের পর তাঁদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে। বিগত ৪ দিন কার্যত হোটেলবন্দি ছিলেন রোহিতরা। হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে তাঁদের দেশে ফেরাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তবে বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরেছে ‘মেন ইন ব্লু।’
এর মধ্যেই ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও। বিমানের ভিতরে তোলা সেটি। দেখা যাচ্ছে, বার্বাডোজ থেকে দিল্লিতে ফেরার বিমানে খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি বাক্স খুলে খুলে বারবার দেখছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ট্রফিতে চুমু খেতেও দেখা যায়।
https://x.com/ANI/status/1808767618838638739?t=ZoXiHqn4s7OIYTBSqWNvwA&s=19
দিল্লি পর্ব শেষ। এ বার মুম্বই পাড়ি দিয়েছে ভারতীয় দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। এরপর হুড খোলা বাসে পরিক্রমা করবে চ্যাম্পিয়ন টিম। সকলেই বিশ্বকাপ ট্রফি অনেক কাছ থেকে দেখার সুযোগ পাবেন।