SWAMI VIVEKANANDA BIRTHDAY CELEBRATION 2024: স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবসে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে অভিষেক

0
226

দেশের সময়, কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতা।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাইকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজীর বাড়িতে আসি। আগামী দিনে যেন সকলের ভাল কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলে। রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। সকলের আশার অধিকার আছে।”

মহারাজ অভিষেক বন্দোপাধ্যায়কে প্রস্তাব দেন, সামনের ফাঁকা জায়গায় বাগান হোক। অভিষেক বন্দোপাধ্যায় বিধায়ক শশী পাঁজাকে দেখতে বলেন। সেই বাগানের কাজ হবে। অভিষেক বন্দোপাধ্যায়কে মহারাজ বলেন, “তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাওয়ার আছে।”

Previous articleSwami Vivekananda Birthday Celebration 2024: স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবসে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যজুড়েই অনুষ্ঠানের আয়োজন : দেখুন ভিডিও
Next articleShankar Adhya: ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে এবার শঙ্কর আঢ্যর মা,মেয়ে ও ভাইয়ের বউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here