সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা: জীবনাবসান হল ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ৷ তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর৷ দীর্ঘ রোগভোগের পর কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে শুক্রবার গভীর রাতে তিনি প্রয়াত হন৷
১৯৫৪ সালে তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগদান করেন। সঙ্ঘের সহ-সভাপতি পদে অভিষিক্ত হন ২০১২ সালে। দীর্ঘ দিন ধরেই সঙ্ঘ পরিচালিত সেবামূলক কাজে নিবেদিত ছিলেন । ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে দীর্ঘ সময় তিনি উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্বে ছিলেন। মিষ্টভাষী এবং সঙ্গীতানুরাগী স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ প্রখ্যাত ছিলেন তাঁর বাগ্মিতা এবং রচনার জন্যও। তাঁর উদ্যোগে বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে শাখা আশ্রম এবং মন্দির।
ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত বালিগঞ্জে সংস্থার প্রধান কার্যালয়ে তাঁর নশ্বর দেহ রাখা থাকবে ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার পর বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজের প্রয়াণে শোকাচ্ছন্ন তাঁর অগণিত ভক্ত।