Suvendu attack Mamata: হিটলার, মুসোলিনির তালিকায় নাম উঠবে মমতার !তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

0
770

দেশের সময় ওয়েবডেস্কঃ বারাণসীতে অখিলেশ যাদবের হয়ে প্রচারে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

যাওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এদিন সভা মঞ্চ দিয়ে সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা, এমনকি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশও বলেন, ‘মমতাকে ভয় পাচ্ছে বিজেপি’। কিন্তু এতকিছুর মধ্যেও মমতার কনভয়ে হামলা নিয়ে রা কাটেনি বঙ্গ বিজেপি। উল্টে মমতাকেই ‘হিটলার, মুসোলিনি’ তালিকায় তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

বৃহস্পতিবার টুইটে বারাণসীতে মমতার সভাকে কটাক্ষ করে শুভেন্দু লেখেন, ‘আপনি যে মিথ্যাচার উত্তরপ্রদেশে ছড়াতে চাইছেন তার কোনও গ্রহণযোগ্যতা নেই। রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বাংলায় বিরাজ করছে।’
এরপরের হিটলার, মুসোলিনিদের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু লেখেন, ‘আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ হলে, আপনার নাম হিটলার, মাও, মুসোলিনি, স্ট্যালিনের অভিজাত তালিকায় স্থান পাবে।’ যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এদিন বারাণসীতে মমতা ছিলেন যেন নিজের মেজাজেই। সেই বিধানসভা নির্বাচনের আগে যেমন করে বিজেপি, মোদী, অমিত শাহ, যোগীর বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন, এদিন তেমনভাবেই নিশানায় রাখলেন বিজেপিকে। ফুটবল হাতে সেই পুরনো ‘খেলা হবে’ মেজাজ।

মোদীর নির্বাচনী কেন্দ্রের সভায় যোগীকে নিশানা করে মমতা বলেন, ‘আপনি নামে যোগী, কাজে ভোগী। এবার বিজেপিকে একটা ধাক্কা দিন, উত্তরপ্রদেশের বাইরে চলে যাবে।’ তোলেন ‘হর হর মহাদেব’ ধ্বনিও।

Previous articleUkraine Crisis: খারকিভে ভারতীয় পড়ুয়াদের ‘‌পণবন্দি’‌ করা হয়েছে!‌ রাশিয়ার দাবি ঘিরে চাঞ্চল্য , ভারত বলল রিপোর্ট নেই
Next articleবনগাঁর ১৮নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার ৪, প্রতিবাদে বিক্ষোভ থানায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here