Suvendu Adhikari: ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ের গাড়ি, কেমন আছেন বিরোধী দলনেতা?

0
917

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার দুপুরে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদাতে। যদিও শুভেন্দু অধিকারী যে গাড়িতে ছিলেন সেই গাড়ির কিছু না হলেও কনভয়ে থাকা পিছনের দিকে গাড়ি সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।

যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। আটক করা হয়েছে ট্রাকের খালাসিকে। 

এর আগেও একাধিকবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে। জানা গেছে, সোমবার পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল এই কনভয়। তখনই একটি ট্রাক এসে ধাক্কা মারে কনভয়ে থাকা পিছনের গাড়িটিকে। খুলে যায় গাড়ির চাকা।

গত জুলাই মাসে এই মারিশদাতেই প্রথম দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দুর কনভয়। সেই সময় তাঁর দেহরক্ষীর গাড়িতে ধাক্কা লেগেছিল। গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছিল। ইসকন মন্দিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছিল।

সোমবার সেই একই এলাকায় ফের দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। স্থানীয় সূত্রে খবর, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে পিছনের গাড়িটির। ধাক্কা লাগার ফলে সেই গাড়ির সামনের চাকা খুলে যায়। সেই গাড়িতে জনা পাঁচেক সিআরপিএফ জওয়ান ছিলেন। যদিও হতাহতের কোনও খবর মেলেনি।

এই নিয়ে গত দুই মাসের মধ্যে তিনবার দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়।

দ্বিতীয়বার গত ১১ জুলাই কালিকাপুরের দিক থেকে বাইপাস হয়ে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় একইভাবে কনভয়ের পিছনে থাকা গাড়িটিকে একটি লরি ধাক্কা মারে। এবারও একই ঘটনা ঘটল।

সূত্রের খবর, এদিন মারিশদা থানার বেতালিয়ার কাছে কলকাতার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে একটি ফুল পঞ্জাব গাড়িকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি স্কট কার। এই বুলেট প্রুফ গাড়িটি কনভয়ের একদম পিছনে ছিল বলে খবর।

সূত্রের খবর, গাড়িতে চার জওয়ান ছিলেন। তাঁরাই এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন। তাঁদের বর্তমানে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরবর্তীতে কাঁথি নানা ও মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওয়ানা হয়েছেন শুভেন্দু। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Previous articleDurga Puja 2022: ৪৩ হাজার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান, বিদ্যুতের বিলে আরও ছাড় ,বড় ঘোষণা মমতার
Next articleWeather Update: সকাল থেকে কালো মেঘে ঢাকল আকাশ , একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here