দেশের সময় ওয়েবডেস্কঃ করোনায় আক্রান্ত সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ যদিও এখনও পর্যন্ত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি৷ মৃদু উপসর্গ থাকলেও সিপিএম নেতার গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই বলেই দলীয় সূত্রে খবর৷তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে৷
শনিবার প্রবল জ্বরে আক্রান্ত সূর্য মিশ্রকে নিয়ে উদ্বেগ ছড়ায় বাম শিবিরে। তখনই কোভিডের আশঙ্কা করা হয়। লালারসের নমুনা পাঠানো হয় কোভিড টেস্টের জন্য। রাতেই রিপোর্ট পজিটিভ এসেছে।
সম্প্রতি সিপিএমের দার্জিলিং ও বীরভূম জেলার সম্মেলন সেরে কলকাতায় ফিরেছেন সূর্যবাবু। সামনেই সিপিএমের একাধিক জেলার সম্মেলন রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটিতে রাজ্য সম্পাদকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁর কোভিড ধরা পড়ায় এখন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রবিবার থেকে আরামবাগে সিপিএমের হুগলি জেলা সম্মেলন শুরু হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত তা চলবে। সেখানেও পলিটব্যুরোর এই সদস্যের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শারীরিক কারণে হুগলি জেলা সম্মেলনে সূর্যবাবু উপস্থিত থাকতে পারবেন না।
মাস কয়েক আগেই কোমরের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন সূর্যবাবু। সেসব ঝক্কি কাটিয়ে সাংঠনিক কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু সম্মেলনের মরশুমেই ফের অসুস্থ হলেন তিনি।
এই মুহূর্তে দিল্লিতে সিপিএম পলিটব্যুরোর বৈঠক চলছে৷ করোনার উপসর্গ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সেই বৈঠকে যোগ দেননি সূর্যকান্ত বাবু৷ আপাতত দলের চিকিৎসকরাই সূর্যকান্ত মিশ্রের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন৷