হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল! আজ , শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে সমস্যা দেখা দিয়েছে।
সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানির ভিডিয়ো।
দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া যেখানে লাইভ স্ট্রিমিং হয়, সেই চ্য়ানেলই হ্যাক হওয়ায়, তা নিরাপত্তায় বড়সড় ত্রুটি হিসাবেই দেখা হচ্ছে। কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সময় নয়াদিল্লি : হ্যাক করা হলো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শুক্রবার সকাল থেকে যারা এই ইউটিউব চ্যানেলে ক্লিক করছেন, কেবলমাত্র বিজ্ঞাপনই দেখতে পাচ্ছেন। কেউ কেউ আবার অভিযোগ করছেন, অন্য চ্যানেলে লগ ইন হয়ে যাচ্ছে নিজে থেকেই। চলতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সির ভিডিয়ো।
সুপ্রিম কোর্টের এক সিনিয়র অফিসিয়াল বলেন, ‘আমি জানি না ঠিক কী হয়েছে। মনে হচ্ছে হ্যাক করা হয়েছে ওয়েবসাইট। এ দিন সকালেই এই বিষয়টি নজরে আসে। সুপ্রিম কোর্টের আইটি টিম এবং ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC) যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।
দেখা যাচ্ছে, ইউটিউবের অফিসিয়াল ইউটিউবে এ দিন সকাল থেকে নানারকম ক্রিপ্টোকারেন্সির ভিডিয়ো দেখা যাচ্ছে। এজলাসের প্রসিডিংয়ের বদলে চলছে অন্য ভিডিয়ো।
বিচার ব্যবস্থার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনই নানা উল্লেখযোগ্য মামলাগুলির শুনানির লাইভ স্ট্রিমিং হয়। সেগুলির বদলে হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সির নানা ভিডিয়ো পোস্ট করতে শুরু করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপল ল্যাব সংস্থার ক্রিপ্টোকারেন্সির ভিডিয়ো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব পেজে। যা থেকে অনুমান করা হয়েছে পেজটি হ্যাকড।
সম্প্রতি কলকাতার আরজি কর কাণ্ডে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হয়। অভিযোগ, সেই মামলার শুনানির রেকর্ডেড ভিডিয়ো খুঁজতে গেলেই হরেক রকমের অন্য ভিডিয়ো দেখা যাচ্ছে। ‘বার্ড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি ২ বিলিয়ন ফাইন!XRP PRICE PREDICTION’ নামে নানা ভিডিয়ো সম্প্রচারিত হচ্ছে সুপ্রিম কোর্টের এই ইউটিউব চ্যানেলে।
সুপ্রিম কোর্টে আরজি করের ধর্ষণ-খুন মামলার শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করার আবেদন করেছিলেন আইনজীবী কপিল সিবাল। গুরুত্ব দেননি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আইনজীবী কপিল সিবাল বলেন, ‘স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে৷ গ্রাউন্ডে কী পাওয়া যাচ্ছে, এখানে আমরা জানাচ্ছি৷ শুনানির লাইভ স্ট্রিমিং বিরূপ প্রভাব ফেলছে৷ আমাদের ৫০ বছরের সম্মান ধ্বংস হচ্ছে৷ লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক৷ আমাদের রেপুটেশন আছে৷ আমি হাসিনি৷ তারপরেও বলা হচ্ছে, আমি নাকি হেসেছি৷ ঘৃণ্য অপরাধ করা হয়েছে একজন তরুণীর সঙ্গে৷ তারপরেও শুনানিতে অংশ নেওয়া মহিলা আইনজীবীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।’
পাল্টা প্রধান বিচারপতি বলেন, ‘আমরা লাইভ স্ট্রিমিং বন্ধ করতে পারি না৷ এটা জনস্বার্থের বিষয়৷ কাউকে থ্রেট করা হলে তাঁকে অবশ্যই সুরক্ষা দেওয়া হবে৷’
এই টানাপোড়েনের মাঝেই এ বার হ্যাক করা হলো সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল।
সুপ্রিম কোর্টের এক আধিকারিকও ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আইটি টিম বিষয়টি দেখছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।