Summer Vacation: চৈত্রেই ৪০ পার! পুড়ছে বাংলা,তীব্র দাবদাহের মধ্যে এগোল গরমের ছুটি

0
384

দেশের সময়, কলকাতা: এখনও বৈশাখ মাস পড়েনি। কিন্তু চৈত্রের শেষবেলা থেকেই গরমের দাপট টের পাচ্ছে রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর এই তীব্র গরম ও অস্বস্তিকর অবস্থার মধ্যেই স্কুলে ছুটতে হচ্ছে পড়ুয়াদের। তাই পড়ুয়াদের শরীরের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনল শিক্ষা দফতর ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে। তীব্র গরমের মধ্যে পড়ুয়াদের শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনা হয় গরমের ছুটি।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসের চতুর্থ সপ্তাহ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, গরমের ছুটি ২৪ মে’র বদলে ২ মে থেকে শুরু হয়ে যাবে। মাঝ বৈশাখের কড়া রোদ্দুর থেকে নিস্তার পাবে পড়ুয়ারা।

বৈশাখ মাস না পড়তেই রাজ্যের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কলকাতাতেও। এমন অবস্থায় আগামী দিনে বৈশাখ-জৈষ্ঠে গরমে আরও নাজেহাল অবস্থা হতে পারে স্কুল পড়ুয়াদের।

৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে ৪২ এর পথে এগোতে চলেছে তাপমাত্রা৷ সঙ্গে শুকনো গরম হাওয়া৷ আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায়, এমনকি, উত্তরবঙ্গের তিন জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ বাধ্য হয়ে স্কুলের পঠনপাঠন সকালের দিকে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান, মালদহের মতো জেলা প্রশাসন৷ একাধিক জেলায় স্কুলের সময়সূচিতেও বদল আনা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে৷

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কী কী করণীয় তার পরামর্শ দিচ্ছে রাজ্য স্বাস্থ্য় দফতর। বেলা বাড়লে রাস্তায় বের হতে নিষেধ করা হচ্ছে। এই সময় হিট স্ট্রোক, হিট র‍্যাশের ঝুঁকি বেশি। তাই সাবধান থাকতে বলা হচ্ছে। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তায় বেরলে সঙ্গে অবশ্যই ছাতা, টুপি রাখতে হবে।

এমন আশঙ্কা করছেন অভিভাবক-অভিভাবিকারা। তাই সব দিক বিবেচনা করে এবার পড়ুয়াদের জন্য স্বস্তির খবর নিয়ে এল শিক্ষা দফতর। এগিয়ে আনা হল স্কুলগুলির গরমের ছুটি।

উল্লেখ্য, সাম্প্রতিক তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের পঠনপাঠন সকালের দিকে এগিয়ে আনা হয়েছে। যাতে পড়ুয়াদের কড়া রোদ্দুরের তেজ থেকে কিছুটা নিস্তার মেলে। এমন অবস্থায় এবার শিক্ষা দফতরের তরফে এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবক-অভিভাবিকারও।

Previous articleWeather Update: পয়লা বৈশাখের আগে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ,স্বস্তির বৃষ্টি কবে?
Next articleWeather Update: তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা! ‘লু’-এর সতর্কতা জারি, আগামী ৪ দিন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here