Subhendu Adhikari “এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে”, পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দুর: দেখুন ভিডিও

0
147
অর্পিতা ধনিক , পার্থ সারথি নন্দী

পেট্রাপোল , উত্তর ২৪ পরগনা :ভারত – বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বড় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
মৌলবাদের নাগপাশে বাংলাদেশ। নানা ঘটনায় দু’দেশের সীমান্ত এলাকায় বাড়ছে উত্তাপ। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের
ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে”, পাশাপাশি বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু।
এদিন জিরো পয়েন্টে জমায়েত করেছেন বহু মানুষ। সেখানে তাঁরা বিক্ষোভ দেখান। সেখানেই বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু। দেখুন ভিডিও

এদিন পেট্রাপোল সীমান্তের জমায়েত থেকে সুর চড়ান বিরোধী দলনেতা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবি জানান। শুভেন্দু বলেন, “এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু-পেঁয়াজ কী করে খায় আমরা সেটা দেখিয়ে দেব।

ভারতের পতাকা যারা পদদলিত করেছে, ‘৭১-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানে আমি চিফ আত্মসমর্পণ করেছিলেন, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে।
ভারত আজ একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদির নেতৃত্বে।” 

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে চিন্ময়কৃষ্ণ দাস-সহ গ্রেফতারি বেড়ে হয়েছে মোট ৫ জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হয় বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি। হাতে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা। তাও সরকারের ‘আপত্তি’। বিশেষ কোনও উদ্দেশ্যে ভারতে আসছে ওই ভক্তরা এই সন্দেহে সীমান্তেই ইসকন ভক্তদের আটকে দেয় বাংলাদেশ পুলিশ এমনটাই সূত্রের খবর ।

বাংলার হিন্দুদের এক করার ডাক দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “রোহিঙ্গা মুসলমানদের বার করতে হবে।  হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে ১৯০৭ সালে। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম করেছিলেন হিন্দুত্বের অস্বিত্ব রক্ষার জন্য। বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বলেছিলেন. তুমি গর্ব করে বলো তুমি হিন্দু। এই মাটিতে সনাতন থাকবে।”
চিন্ময়কৃষ্ণের দাবি জানিয়ে বেলুন ওড়ান শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রতিবাদের সুর এভাবেই ওদেশে পৌঁছবে। পেট্রোপোলের বিভিন্ন জায়গায় চলছে স্লোগান।

Previous articleBangladesh Unrest  বাংলাদেশের এমন ‘প্রতিদানে’ চোখে জল মুক্তিযোদ্ধার ! আজ দুপুরে পেট্রাপোল সীমান্তে শুভেন্দু
Next articleWinter Update বঙ্গে বাড়ছে- কমছে তাপমাত্রা,শীতের ঝোড়ো ব্যাটিং আর ক’দিনের অপেক্ষা…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here