Student: পরিবেশও স্বাস্থ্য বিষয়ক চিন্তায় বিজ্ঞান মনস্কতার সংমিশ্রন ঘটালো বনগাঁর দুই ছাত্রী

0
765

সন্দীপন হালদার, বনগাঁ: ভারত সরকার পরিচালিত ও পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের সহযোগিতায় ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২৩জেলা স্তরের প্রতিযোগিতায় বেস্ট অফ ওয়ান প্রজেক্ট হয়েছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী শ্রেয়া বিশ্বাস ও দিয়া মোদক। যা রাজ্যস্তরে বিজ্ঞান ভাবনায় এক নতুন আঙ্গিকে চমকে দিয়েছে। এ বিষয়ে তাদের সহযোগিতা করেছেন তাদের গাইড টিচার পঙ্কজ রায়,তিনি বর্তমানে কেশব লাল বিদ্যাপীঠের শিক্ষক।

শ্রেয়া বিশ্বাস সামুদ্রিক মাছ কিভাবে মানুষের স্বাস্থ্য ও হার্টের জন্য জরুরি বিষয় তা নিয়ে গবেষণা করেছে। এবং দিয়া মোদক জলাশয়ে বাস্তুতন্ত্র কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে গবেষণা করেছে।

এ বিষয়ে শ্রেয়া বিশ্বাস বলেন,আমি যে অঞ্চলে থাকি প্রায় ৬৫% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই শ্রমিক বা অন্যান্য ভাবে খেটে খাওয়া মানুষ তাই আমি আর আমার গৃহ শিক্ষক ঠিক করেছি তাদের খাদ্যতালিকায় কম দামের সামুদ্রিক মাছ যোগ করার মাধ্যমে পুষ্টিগুণ প্রদান করা। যাতে সকলের সামর্থ্যর মধ্যে খাদ্যতালিকা থাকে।

এ বিষয়ে দিয়া মোদক বলেন,স্থানীয় এলাকা পুকুর বা জলাশয় ভরাট না করে সঠিকভাবে তার পরিচর্যা ও বাঁশ গাছ দিয়ে বাঁধানো । বর্তমান পরিস্থিতিতে জলজ প্রাণীর অস্তিত্ব সংকটে সে বিষয়ে জনসমাজকে সচেতন করা। তাদের মূল লক্ষ্য যাতে পরবর্তীতে এ বিষয়ে আরো এগিয়ে যেতে পারে এবং জনগণকে সচেতন করা ।

শিক্ষক পঙ্কজ রায় জানান, শ্রেয়া ও দিয়া ওই দুই ছাত্রীর গবেষণা জেলা ও রাজ্যস্তরের বিশেষ ভূমিকা নিয়েছে। এবার রাজ্য স্তরে জাতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয় হেয়ার স্কুল কলকাতায়। সেখানে ২৩ টি জেলার সেরা প্রজেক্টগুলি অংশ নেয়। দুইদিন ধরে চলে প্রতিযোগিতা। বনগাঁর কৃতি দিয়া মোদক ও শ্রেয়া বিশ্বাস তাদের দুইজনকে শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় তাছাড়া তাদের গাইড টিচার পঙ্কজ রায় মহাশয়কে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় । তাদের সাফল্যে আপ্লুত তাদের মা বাবা প্রতিবেশী সহ শহর বনগাঁ বাসি।

এই সাফল্যে অনেকাংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের পরিবার৷ তাদের মা- বাবা জানান,তারা যাতে আরও এগিয়ে যেতে পারে আগামী দিনে তার জন্য ওদের পাশে থাকব। এই খবরে খুশি বিজ্ঞান সচেতন স্থানীয়মানুষও ৷

Previous articleJagannath Temple: ছেঁড়া জিন্স-বারমুডা পরে পুরীর জগন্নাথ মন্দিরে আর প্রবেশ করা যাবে না ! কবে থেকে পোশাক বিধি চালু?
Next articleDurga Puja 2023: মহম্মদ আলী পার্ক যুব সমিতির পুজো মন্ডপের এবারের থিম কি? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here