![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220825-WA0027.jpg)
দেশের সময়ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে চমকে গিয়েছিলেন রাজ্যবাসী৷ খুব একটা পিছিয়ে নেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাইও৷ প্রসন্ন কুমার রায় নামে ওই ব্যক্তিকে শুক্রবারই নিউ টাউন থেকে গ্রেফতার করেছে সিবিআই৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/02.jpg)
নিশ্চয়ই বড় কেউ তাঁর উপর প্রসন্ন ছিলেন! নইলে এমন সম্পত্তি হয় কারও! এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার প্রসন্ন রায়কে গ্রেফতার করার পর এমনটাই মনে করছে সিবিআই ৷
শুক্রবার সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে প্রসন্ন রায় নামের এক ব্যবসায়ীকে। আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস নামে তাঁর একটি সংস্থা রয়েছে। দু’দিন আগে যে প্রদীপ সিংকে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই তাঁকে জেরা করেই প্রসন্নর খোঁজ পায় তদন্ত এজেন্সি। প্রসন্নর অফিসেই কাজ করতেন প্রদীপ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তির অফিসেই এসএসসির টাকার রফা হত। টাকা লেনদেনও হত এই অফিস থেকে বলে সিবিআই সূত্রে খবর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220820-WA0003.jpg)
জানা গিয়েছে, রঙ মিস্ত্রী ছিলেন এই ব্যক্তি। তারপর ছোট ছোট কন্ট্র্যাক্ট ধরতেন রঙের কাজের। সেই করতে করতে আজকে নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্নর দুটি ফ্ল্যাট, চর্মনগরী থানা এলাকায় রয়েছে একটি বিলাসবহুল বাংলো। খান চারেক এসইউভি রয়েছে প্রসন্নর। যার আবার একটি গত ফেব্রুয়ারি মাসে কেনা। সেটি মার্সিডিজ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/05.jpg)
শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর৷ রয়েছে কয়েকটি রিসর্ট৷ এ ছাড়াও উত্তরবঙ্গে তাঁর নামে বেশ কয়েক বিঘা জমিরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা৷ মাত্র কয়েক বছরের মধ্যে কীভাবে রংয়ের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন, সেটাই এখন তাঁকে জেরা করে জানতে চান সিবিআই গোয়েন্দারা৷ এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা এই বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/06.jpg)
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সেই মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েই জানা যাচ্ছে দুর্নীতির বিষয়টা। সিবিআই সূত্রে খবর, প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর। সিবিআই মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসির অন্যতম দালাল। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/07.jpg)
বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খোলেন প্রসন্ন। সল্টলেকে সেই সংস্থার নামই আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস। এই অফিসেই নবম-দশম নিয়োগের দুর্নীতি হত বলে দাবি সিবিআই কর্তাদের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/11.jpg)
সিবিআই সূ্ত্রে খবর, গতকাল সল্টেলেকে প্রসন্নর কার রেন্টালের অফিস থেকে প্রদীপ কুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনিও জড়িত বলে অভিযোগ৷ ওই অফিস থেকেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/09.jpg)
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ধৃত প্রসন্নের যোগ ছিল বলে দাবি সিবিআই-এর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজারহাটের ধাড়সার মহম্মদপুরে দশ কাঠা জমির উপরে ওই ব্যবসায়ীর একটি তিন তলা বাগান বাড়ি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সেই বাগান বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার গিয়েছেন বলেও সিবিআই সূত্রে দাবি৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/12.jpg)