SSC – Bikash BhawanSSC: বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ, ঝরল ‘রক্ত’

0
4

কসবায় তালা ভেঙে স্কুল পরিদর্শক (ডিআই)-এর অফিসে ঢুকে পড়া চাকরিহারাদের উপর লাঠিচার্জ করেছিল কলকাতা পুলিশ । তাতেও ক্ষান্ত হয়নি, বিক্ষোভকারীদের লাথি মারার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এবার সেই ছবিই ফিরল বিকাশ ভবন চত্বরে। পুলিশেরই মারে চাকরিহারা আন্দোলনকারীদের ঝরল রক্ত। লাঠির বাড়িতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের  সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিকেলে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা জানান, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে চাকরিহারাদের আশ্বস্ত করছেন, ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থানে বসেন শিক্ষকরা। বেলা যত গড়াতে থাকে তত পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

জানা গিয়েছে, এ দিন সন্ধ্যার পর থেকেই পুলিশের সংখ্যা আচমকা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবন চত্বরে। চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের তিনটি গেট আটকে বিক্ষোভ চালাচ্ছিলেন। ভিতরে ছিলেন কয়েক হাজার সরকারি কর্মী। বিক্ষোভকারীদের হঠাতে হঠাৎ করেই বলপ্রয়োগ করা হয়।

রাস্তার উপরেই শুয়ে পড়েন একাধিক বিক্ষোভকারী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও খবর। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সকাল থেকে বিকাশ ভবনের ভিতরে যে কর্মীরা আটকে পড়েছিলেন, তাঁদের বের করে আনে পুলিশ।

যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন। রাত ৮টা নাগাদ আচমকা সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ বাহিনী। অভিযোগ, কোনও কথা না বলেই পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হয়। তাতে একাধিক চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক গুরুতর জখম হন। লাঠির আঘাতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ ওঠে। ঝরেছে রক্তও।

চাকরিহারাদের অভিযোগ, এদিন দুপুরে প্রথমে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর নেতৃত্বে তাঁর অনুগামীরা আন্দোলনকারীদের এক দফা মারধর করে যায়। প্রহৃত হন একাধিক সাংবাদিকও। সে সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। উল্টে রাতে পুলিশই যোগ্য শিক্ষকদের ওপর হামলা চালাল।   

Previous articleSSC Movement বাড়িতে অসুস্থ মা , চরম সিদ্ধান্ত  তরুণীর ! বিকাশ ভবনের দোতলা থেকে দিলেন ঝাঁপ ! তারপর…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here