Sree Krishna : অভিনব কৃষ্ণ সাজো প্রতিযোগিতা কলকাতায়

0
622

সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা: কেউ বংশীধারী, কেউ সুদর্শন ধারী কেউবা গোঠের রাখল। ননীচোরা থেকে বাল গোপাল। এমনকি কালীয নাগ দমনকারী কৃষ্ণ সাজে খেলে বেড়াচ্ছে খুদে কৃষ্ণরা। এভাবেই কলকাতার শ্রী শ্রী ভগবান পার্থ সারথী মন্দির উন্নয়ন কমিটি আয়োজিত কৃষ্ণ সাজা প্রতিযোগিতায় অংশ নিল বেলেঘাটা এলাকার খুদে শিশুরা। মোট ২৫ জন শিশু এই প্রদর্শনী বা প্রতিযোগিতায় অংশ নেন।

সংস্থার সাধারন সম্পাদক অরুপ চক্রবর্তী বলেন, শিশু বয়স থেকেই বাচ্ছাদের মনে ভগবান শ্রী কৃষ্ণ ও তার কর্মকান্ড তুলে ধরতে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারে বৃষ্টির কারনে কম প্রতিযোগী এসেছে। তা সত্ত্বেও মানুষের উতসাহ ছিল চোখে পড়ার মতো।

Previous articlePM’s video message at Har Ghar Jal Utsav in Panaji, Goa:গোয়ার পানাজীতে হর ঘর জল উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
Next articleNarendra Modi: “সরকার গড়া অনেক সহজ,বিজেপি-তো দেশ গড়তে চায়,” নরেন্দ্র মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here