অর্পিতা বনিক, বনগাঁঃ আশ্বিনেও পিছু ছাড়ছে না বর্ষাসুর ৷ তাই বলে কি আনন্দ প্রিয় বাঙালি পুজোর আগে ঘর বন্দি থাকবেন ! মোটেই না ৷ তারই প্রমাণ পাওয়া গেল – সোমবার সন্ধ্যায় বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্কে (Agnikan’ya Binodan Park)
এদিন বনগাঁ পুরসভার উদ্যোগে অগ্নিকন্যা বিনোদন পার্কের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল ৷ সেই অনুষ্ঠানে এদিন সন্ধ্যায় চাঁপাবেড়িয়ার অগ্নিকন্যা পার্কের কয়েক হাজার দর্শকের সামনে মঞ্চ মাতালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং বাংলার খ্যাতনামা বিভিন্ন সংগীত শিল্পীরা৷ দেখুন ভিডিও
বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় কয়েক হাজার মানুষ সেই অনুষ্ঠানে যোগদান করেন ৷ অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো ৷
প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্ক (Agnikan’ya Binodan Park) ৷ এটি উদ্বোধন হয়েছিল ২০২২ সালে ৷
নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে আপনি যেতে পারেন বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্কে। সামান্য কিছু অর্থ ব্যয়ের মাধ্যমেই আপনি এখনে পরিবার সহ ঘুরতে আসতে পারেন।
পার্কের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন রংবেরঙের গাছপালা। এছাড়া রয়েছে দেশী বিদেশী বিভিন্ন রকমের ফুলের গাছ। বড়ো বড়ো গাছগুলি হাতি ও ঘোড়ার আকারে তৈরী করা হয়েছে ৷ সত্যিই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ।
শিশু ও বড়দের জন্য আছে বিভিন্ন রকমের রাইড। পার্কের বিভিন্ন অংশে রয়েছে ছোট বড় মূর্তি যা অনেক আকর্ষণীয়। নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। এছাড়া পার্কে শিশুদের জন্য আছে দোলনা এবং স্লাইড।
পার্কে রাইড ছাড়াও আছে পিকনিক স্পট, যেখানে সবার সঙ্গে বসে আপনি সময় কাটাতে পারবেন। আপনি চাইলেই একটু সময় বার করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্কে আসতে পারেন ছুটির দিনগুলিতে ৷
প্রবেশ মূল্য – প্রতি মাথা পিছু ১৫০ টাকা।
কিভাবে যাবেন?
শিয়ালদহ স্টেশন থেকে আপের বনগাঁ লোকাল ধরতে হবে। নামতে হবে বনগাঁ স্টেশনে। স্টেশন থেকে অটো অথবা টোটোর মাধ্যমের আপনি অগ্নিকন্যা বিনোদন পার্কে(Agnikan’ya Binodan Park) পৌঁছে যাবেন।