Srabanti Chatterjee : শ্রাবন্তীর জিম সেন্টারের বিরুদ্ধে বড় অভিযোগ,গ্রেফতারির মুখে নায়িকা?

0
1241

দেশেরসময় ওয়েবডেস্ক : ফের বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী। আইনি ঝামেলায় নাম জড়ালো ‘কাবেরী অন্তর্ধান’ নায়িকার। ব্যক্তিগত জীবনকে ঘিরে হামেশাই সংবাদ শিরোনামে থাকেন অভিনেত্রী। তবে এবার শ্রাবন্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জালিয়াতির অভিযোগে শ্রাবন্তীর নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন সেখানকার সদস্যরা।

রোশনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই মধ্যমগ্রামের একটি মলে একটি জিমখানা খুলেছিলেন শ্রাবন্তী। ২০২০ সালের নভেম্বর মাসে পথচলা শুরু হয়েছিল সেই জিমের। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারও সেরেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজির ছিলেন নিজে। জানা যায়, আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী।  অভিযোগ, অনেকের কাছ থেকে সারা বছরের টাকা নিয়ে নেওয়ার পর সেই সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে মধ্যমগ্রাম থানায় জিমের একাধিক সদস্য অভিযোগও দায়ের করেছেন।

কয়েক বছর আগে এই জিম চালু করেন শ্রাবন্তী। নিজে ভিডিও বার্তা দিয়ে ঘোষণাও করেছিলেন অভিনেত্রী। উদ্বোধনও হয়েছিল তাঁর হাতেই। সেলিব্রিটির জিমে ভর্তি হওয়ার হিড়িকও দেখা গিয়েছিল। উদ্বোধনের সময়ে অফার দেওয়া হয়েছিল। এ বছরের গোড়াতেও ফের নতুন অফার দেওয়া হয়। যেখানে বছরে এই জিমটিতে লাগে ১৮ হাজার টাকা। জানুয়ারিতে বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল, সাড়ে সাত হাজার টাকা দিলেই ভর্তি হওয়া যাবে।

যদিও পরে আবার পার্সোনাল ট্রেনানের তত্ত্বে আরও চার হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দোলের পর থেকে এই জিম সেন্টারটি আর খুলছে না। জানা গিয়েছে, শপিং মলের ফ্লোর ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়া থাকাতেই বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সংবাদমাধ্যমে অভিনেত্রী শ্রাবন্তী বলেছেন, ‘গত ছ’মাস আগে ওই জিমের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমি পাবলিক ফিগার। তাই আমার নাম জড়িয়েছে। বাকি পার্টনারদের সঙ্গে কথা বলেছি। আশা করি এপ্রিলের মধ্যেই সদস্যদের টাকা ফেরত দিয়ে দেওয়া যাবে।’

Previous articleINDIAN IDOL: লক্ষ্য প্লেব্যাক সিঙ্গার হওয়ার!পয়লা বৈশাখে আসছে তাঁর নতুন গান একান্ত সাক্ষাৎকারে জানালেন দেবস্মিতা: দেখুন ভিডিও
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here