Sports: হরিয়ানায় চতুর্থ ইন্ডিয়া ওপেন গ্রাপ্লিং চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাঙলার

0
382

দেশের সময়: হরিয়ানায় চতুর্থ ইন্ডিয়া ওপেন গ্রাপ্লিং চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাঙলার ছেলেমেয়েদের। নানা স্তরের প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলার প্রতিযোগীরা।

এই বিষয়ে বেঙ্গল গ্রাপলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুপ্রিয়া সামন্ত বলেন, ,” হালে দিনে দিনে একটি ক্রীড়া মাধ্যম হিসাবে জনপ্রিয় হচ্ছে গ্রাপলিং। জুজো, জুজুৎসু, কুস্তির মত ক্রীড়া থেকে বিভিন্ন প্রকৌশলের সমন্বয়ে গ্রাপলিং- এর উৎপত্তি ব্রাজিলে। বাংলা তথা ভারতেও এর প্রসার ঘটেছে।”

উল্লেখ্য, সম্প্রতি ২৯ থেকে ৩১ ডিসেম্বর হরিয়ানাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০- ১৬ বছর গোত্রে বাংলার স্তোত্র রায় ছিনিয়ে নিয়েছে ব্রোঞ্জ মেডেল। অন্য গোত্রে সৃজন দে ও রাহুল রায়ও পেয়েছেন ব্রোঞ্জ মেডেল। মেয়েদের মধ্যে সিলভিয়া সুলতানা রুপোর মেডেল জয়ী ও সুস্মিতা নায়েক ব্রোঞ্জ। মেয়েদের মধ্যে মাধবী হালদারও পেয়েছেন রূপো। নজর কাড়া জয়ীদের তালিকায় রয়েছেন আরো অনেকেই।

Previous articleWeather Update : শীতের দুপুরে রোদের খেলা আপাতত বন্ধ! বঙ্গে দুর্যোগের পূর্বাভাস
Next articleFood festival: শীতের ছোঁয়ায় বাবুর্চি হাট ফুড গ্রুপের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here