![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220818-WA0002.jpg)
দেশের সময়: পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের ৬১ তম সুব্রত মুখার্জি ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকে। অনূর্ধ্ব ১৪ বছর বয়সের বালক বিভাগের খেলায় হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দির ৪-0 গোলে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বয়ের সেকেন্ডারি স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। এই খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের সোম শংকর খাটুয়া।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/02.jpg)
অপরপক্ষে অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে চৌবাগা হাই স্কুল ২-০ গোলে খালসা ইন্দু মতি হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে ওঠে এবং সেরা খেলোয়াড় রূপের নির্বাচিত হয় সোহেল মন্ডল। অপর একটি খেলায় অনূর্ধ্ব ১৭ বছর বালকদের হাওড়া জেলার গঙ্গাধরপুর বিদ্যামন্দির ১-0 গোলে মাকরদহ বামাসুন্দরী ইনস্টিটিউশন কে হারিয়ে ফাইনালে ওঠে। গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের ইরফান আলী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220818-WA0021-796x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/DESHER-SAMAY_20220819193934648.jpg)
এই খেলার সেরা খেলোয়াড় রূপে নির্বাচিত হন বর্ধমানের কৃষ্ণদেবপুর হাই স্কুলের বিশাল হাঁসদা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/05.jpg)
অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের মালদা জেলার হাতিমারি হাই স্কুল ৫-২ গোলে দক্ষিণ দিনাজপুর জেলার সরলা বি এন এস হাই স্কুল কে পরাজিত করে আগামীকাল, পুরুলিয়া জেলার কুচিয়া হাই স্কুলের মুখোমুখি হবে ফাইনাল প্রতিযোগিতায়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/11.jpg)
আবার ওপর খেলায় উত্তর দিনাজপুরের কুনর কেসি হাইস্কুল ৩-১ গোলে পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণদেবপুর হাই স্কুল কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা মান অর্জন করেছেন
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/06.jpg)
দীর্ঘ দুবছর করোনা কালের পর বিদ্যালয়ের শিক্ষা বিভাগের এই সাধু ক্রীড়া উদ্যোগ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা তথা সমাজের বিভিন্ন স্তরে সাড়া ফেলে দিয়েছে। ছাত্র-ছাত্রীরা চায় আগামী দিনে সর্বস্তরে সকল ধরনের বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা অবিলম্বে শুরু হোক।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/07.jpg)
আজকের অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক শ্রী সূর্য বিকাশ চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষা বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুকান্ত বসু মহাশয়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/09.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/12.jpg)