Sports :শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের ৬১ তম সুব্রত মুখার্জি ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকে

0
475

দেশের সময়: পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের ৬১ তম সুব্রত মুখার্জি ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকে। অনূর্ধ্ব ১৪ বছর বয়সের বালক বিভাগের খেলায় হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দির ৪-0 গোলে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বয়ের সেকেন্ডারি স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। এই খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের সোম শংকর খাটুয়া।

অপরপক্ষে অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে চৌবাগা হাই স্কুল ২-০ গোলে খালসা ইন্দু মতি হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে ওঠে এবং সেরা খেলোয়াড় রূপের নির্বাচিত হয় সোহেল মন্ডল। অপর একটি খেলায় অনূর্ধ্ব ১৭ বছর বালকদের হাওড়া জেলার গঙ্গাধরপুর বিদ্যামন্দির ১-0 গোলে মাকরদহ বামাসুন্দরী ইনস্টিটিউশন কে হারিয়ে ফাইনালে ওঠে। গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের ইরফান আলী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এই খেলার সেরা খেলোয়াড় রূপে নির্বাচিত হন বর্ধমানের কৃষ্ণদেবপুর হাই স্কুলের বিশাল হাঁসদা।

অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের মালদা জেলার হাতিমারি হাই স্কুল ৫-২ গোলে দক্ষিণ দিনাজপুর জেলার সরলা বি এন এস হাই স্কুল কে পরাজিত করে আগামীকাল, পুরুলিয়া জেলার কুচিয়া হাই স্কুলের মুখোমুখি হবে ফাইনাল প্রতিযোগিতায়।

আবার ওপর খেলায় উত্তর দিনাজপুরের কুনর কেসি হাইস্কুল ৩-১ গোলে পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণদেবপুর হাই স্কুল কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা মান অর্জন করেছেন

দীর্ঘ দুবছর করোনা কালের পর বিদ্যালয়ের শিক্ষা বিভাগের এই সাধু ক্রীড়া উদ্যোগ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা তথা সমাজের বিভিন্ন স্তরে সাড়া ফেলে দিয়েছে। ছাত্র-ছাত্রীরা চায় আগামী দিনে সর্বস্তরে সকল ধরনের বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা অবিলম্বে শুরু হোক।

আজকের অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক শ্রী সূর্য বিকাশ চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষা বিভাগের উপ অধিকর্তা ডক্টর সুকান্ত বসু মহাশয়।

Previous articleTornado : মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড সন্দেশখালি! হাজার হাজার মানুষ ঘরছাড়া
Next articleBangladesh : জন্মাষ্টমীতে ‘সংখ্যালঘু’ হিন্দুদের নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here