Sourav Ganguly: দিদি বাঙালি, তাই বাঙালি মতে দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন, অমিত-ভোজ প্রসঙ্গে সৌরভ

0
679

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবারই প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এই খবর আসার পরে মৌন থাকলেও শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সফর নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন সৌরভ।

সেখানে উঠে এলে দই রসগোল্লা প্রসঙ্গও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দলীয় প্রধান কার্যালয়ে প্রথম দলীয় সভার পর অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার প্রসঙ্গে বলেন, সৌরভের বাড়িতে যাচ্ছেন অমিত শাহ, সৌরভকে বলব, ওঁকে দই-রসগোল্লা খাওয়াতে। এদিন সাংবাদিকদের সামনে সেই বিষয়ও ওঠে। তাতে সৌরভ বলেন, দিদি বাঙালি, তাই বাঙালি মতে অতিথিদের আপ্যায়ণের নিয়ম মেনেই দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন তিনি।

সাংবাদিকরা এ দিন সৌরভকে প্রথমেই প্রশ্ন করেন, অমিত শাহের তাঁর বাড়িতে আসার বিষয়টি নিশ্চিত তো, সৌরভ বলেন, হ্যাঁ, উনি আসবেন, নৈশভোজের আয়োজন করা হয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন অমিত শাহ। সন্ধ্যাবেলা আসবেন। তার পরেই প্রশ্ন ওঠে, কী কারণে আসবেন শাহ? সৌরভ বলেন, অনেক কথা রটে, কিন্তু আসল বিষয়টা হল, ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। ২০০৮ সাল থেকে। খেলার সময়েও দেখা হত, কিন্তু ততটাও দেখা হয়নি। কারণ, আমি বাইরে বেশি থাকতাম। এ বার সেই দেখা হবে, এর থেকে বেশি কিছু নয়।

এর পরেই ওঠে দই-রসগোল্লা প্রসঙ্গ। সৌরভ বলেন, দিদি বাঙালি, বাঙালিরা যে ভাবে এক জন অতিথিকে আপ্যায়ন করেন, সে ভাবেই তিনি আপ্যায়ন করতে বলেছেন। তবে নৈশভোজে কী কী থাকছে, মানে মেনু কী থাকছে।  সৌরভ বলেছেন, আমি এখনও ঠিক জানি না। শুধু জানি উনি নিরামিষ খান। তার পর ফের সাংবাদিকরা এই সাক্ষাতের কারণ জিজ্ঞাসা করেন। সৌরভ আবারও বলেন, ওঁর সঙ্গে আমার অনেকদিনের আলাপ। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। আগে তেমন করে কথা হয়নি, তাই এ বার হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,একুশে সৌরভকে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হবে কি না, তা নিয়ে জনমানসে কৌতূহল তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

অন্য দিকে ‘দাদা’ ও ‘দিদি’র সম্পর্কও অত্যন্ত ভাল। কিছু দিন আগেই সৌরভ নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করে এসেছেন। অসুস্থ সৌরভকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মমতা। দাদার বেহালার বাড়িতে গিয়ে চা-ও পান করে এসেছেন দিদি। সেই বাড়িতেই এ বার পা পড়তে চলেছে অমিতের। যা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

Previous articleRain: আজও ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া! বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়
Next articleSourav Amit Shah: মহারাজের বাড়িতে জমিয়ে আড্ডা শাহ- সৌরভের ,নৈশভোজে ডোনা সাজিয়ে দিলেন পঞ্চব্যঞ্জন, মিষ্টি দই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here