Sourav Ganguly: ওমিক্রন নয়, কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

0
432

দেশের সময় ওযেবডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওমিক্রন হয়েছে কিনা, সেটি এখনও জানা যায়নি। কারণ কল্যাণী এইমস থেকে রিপোর্ট এখনও আসেনি। সোমবারের আগে আসবে না, সেটি প্রায় নিশ্চিত।

তার মধ্যেই শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, সৌরভ কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এটিও ভাইরাসের একটি রূপ। গত শুক্রবারই তিনি বাড়ি ফিরে এসেছিলেন। কারণ তিনি ভাল ও সুস্থ রয়েছেন, এটি তিনি জানানোর পরেই তাঁকে বেসরকারী হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এদিনের এই রিপোর্টে বাড়তি নজর দিতে হবে বোর্ড প্রেসিডেন্টকে।

যদিও একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশে ডেল্টা প্লাসের থেকে ওমিক্রন আক্রান্তদের সংখ্যা বেশি। ওমিক্রন দ্রুত সংক্রামক। কিন্তু সৌরভ কেন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন, সেটিও সমান রহস্যের।

ককটেল থেরাপি প্রয়োগ করার কারণেই সৌরভ দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। তিনি মাত্র দিন চারেক হাসপাতালে ছিলেন। গতকাল বাড়ি ফেরার পরে তাঁকে দেখে মনেও হয়নি তিনি অসুস্থ। চনমনেই ছিলেন, বাড়িতে প্রবেশ করে আত্মীয়দের সঙ্গে খোলা মনেই কথা বলেছেন। মিডিয়ার প্রতিনিধিদের হাত নেড়ে কথাও বলেছেন মহারাজ।

নববর্ষের দিনই এই রিপোর্টে সৌরভকে আরও সতর্ক থাকতে হবে, সেটাই বলছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে জিনোম সিকোয়েন্সি রিপোর্টে কী থাকে, সেটিও একটি বিষয়। সোমবার সেটি এসে যাওয়ার কথা। ওই রিপোর্টও যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে হোম আইসোলেশনের মেয়াদও বাড়বে। সৌরভের কাজে ফিরতেও বিলম্ব হবে।

Previous articleCovid: একদিনে মুম্বইতে আক্রান্ত ৬,৩৪৭, দিল্লিতে সংক্রমণ বাড়ল ৫০%‌ রাজ্যে নতুন সংক্রমণ ৪৫১২, কলকাতায় ২৩৯৮
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here