
দীর্ঘ ২২ বছর একটি বিদ্যালয়ে শিক্ষকতা করে কাটিয়েছেন তিনি। এরপর ছাত্র-ছাত্রীদের আর তিনি ক্লাস নেবেন না। ঘড়ির কাঁটায় কাঁটায় দশটা বাজলেই বিদ্যালয়ে আসতে হবেনা তাঁকে। অবসরের সময় চোখে জল নিয়ে সেসব কথাই ভাবছিলেন প্রধান শিক্ষক অংশুমান ঘোষ। তবে বরাবরই পড়ুয়াদের জন্য একটা কিছু করার ইচ্ছা রেখেছিলেন মনে। তাই অবসরকালে নিজের উপার্জনের অর্থ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য দিয়ে গেলেন স্মার্ট ক্লাস।
২০২৫-এ দাঁড়িয়ে পড়ুয়াদের অভিভাবকেরা মোটা অংকের মাসিক বেতন দিয়ে যেখানে প্রাইভেট স্কুলে গুলিতে স্মার্ট ক্লাসের সুবিধা দিচ্ছে তাদের সন্তানকে। সেখানে সরকারি স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকলে।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার তরঙ্গহাটি উচ্চ বিদ্যালয়ে এমনই দৃশ্য দেখা গেল শুক্রবার সকালে। স্কুল সূত্রে জানা গিয়েছে , অংশুমান বাবু নিজের অর্জিত উপার্জন থেকে ১ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে ৭৫ ইঞ্চির একটি স্মার্টবোর্ড উপহার হিসেবে দিয়েছেন বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিদ্যালয় অন্যান্য শিক্ষকদের পরামর্শ নিয়েছিলেন অংশুমান বাবু।
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব রায় বলেন আমাদের বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামে। এখানে বেশিরভাগ পড়ুয়াদের অভিভাবকেরা চাষাবাদ করে কোনরকমে নিজেদের সংসার চালান। তাই তাদের ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই তাদের সন্তানকে একটু ভালো মানের শিক্ষা প্রদান করা। দিন দিন প্রযুক্তি এগোচ্ছে। অনলাইন ক্লাস ইন্টারনেট সহ থ্রিডি প্রেজেন্টেশন। তবে এগুলি ব্যয়বহুল ও বটে। গ্রাম এলাকার বিদ্যালয় গুলিতে সেই ব্যবস্থা সে ভাবে নেই বললেই চলে । সেসব কথা মাথায় রেখেই বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের সুবিধা উপহার দিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অংশুমান ঘোষ। শিক্ষকের কাছ থেকে এমন উপহার পেয়ে স্বভাবতই খুশি স্কুল পড়ুয়ারা।
স্কুল শিক্ষকদের মতে, এই ক্লাসরুমে পাঠ নিলে পড়ুয়াদের একঘেয়েমি কাটবে। সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয়গুলো বড় পর্দায় দেখে নিতেও পারবে তারা।