Skin Care Tips For Durga Puja2023 : পুজোর দিনে ক্রাশের নজর কাড়তে চান? সুন্দরী হতে এভাবেই সারুন লাস্ট মিনিটের রূপচর্চা,টিপস দিলেন অঙ্কিতা: দেখুন ভিডিও

0
428

পুজো মানেই রূপচর্চা, নতুন পোশাক, বেহিসাবি খরচ, বাঁধনহীন ঘুরে বেড়ানো, বেলাগাম উচ্ছ্বাস আরও কত কী! তবে প্রস্তুতির প্রথম পর্ব অবশ্যই রূপচর্চা ৷

সামনেই পুজো। বছরের বাকি সময়গুলিতে যাঁরা ত্বক পরিচর্যায় সময় ব্যয় করেন না, তাঁরাও পুজোর আগে রূপচর্চা নিয়ে বেশ সচেতন হয়ে পড়েন

আর আমরা সবাই চাই একটা glowing Skin, তার জন্য “দেশের সময়-এর মেকআপ স্টুডিওতে একান্ত সাক্ষাৎকার দিলেন স্কিন কেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট অঙ্কিতা বনিক দেখুন ভিডিও

 

উৎসব একদম দোরগোড়ায়। পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। সারা বছরের কাজকর্মে ব্যস্ততার মাঝে অনেকেই ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। তবে উৎসবের মরশুমে সকলেই নিজের জন্য সময় বের করে নেন। কারণ বছরের এই সময় সকলেই সুন্দর চেহারা পেতে চায়। কিন্তু শেষ মুহূর্তে সালোঁয় যাওয়ার সুযোগ নেই। এখন পার্লারের সামনেও লম্বা লাইন। পুজো শুরু আগে হাতে এক ঘণ্টা সময় থাকলেই আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না। ত্বকের জেল্লা ফিরে পেতে বাড়িতেই রুপচর্চা করতে পারেন। পুজোয় আপনার জেল্লাদার নিখুঁত ত্বক দেখে চোখ ফেরাতে পারবে না কেউই।

Previous articleBSF : বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা? এবার সব ধরা পড়বে বিএসএফ-র ক্যামেরায়
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here