

দূর থেকে দেখলে চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ যেন আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গেছে বহু দূর! কচুরিপানায় ভরা ইছামতি নদী এমনই চেহারা নিয়েছে৷ বনগাঁয় সে নাব্যতা হারিয়েছে বহুদিন আগেই৷৷ মৃতপ্রায় নদী বয়ে চলেছে শহরের বুক চিরে ।


শেষ কবে জোয়ার-ভাটা খেলেছিল তা নদী পাড়ের মানুষ ভুলতে বসেছেন ৷মৃতপ্রায় ইছামতি নদী বছরের বেশিরভাগ সময়ই নদী কচুরিপানায় ভরা থাকে৷ তাই
বনগাঁয় ইছামতি নদীর পূর্ণসংস্কার করে স্থায়ী সমাধান করতে পদক্ষেপ গ্রহণ করুক মমতার সরকার চাইছেন বনগাঁবাসী ।
এদিকে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে বাংলায়। এবার ফের পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে তাঁর সভা বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকায় সভা। তারপর গাইঘাটার চাঁদপাড়ায় মিছিল করবেন তিনি।
শাসকদলের দাবি, এসআইআর-এ ‘তাড়াহুড়ো’ চলছে, আর তাতেই সাধারণ মানুষ ও প্রশাসনিক কর্মীদের ওপর তৈরি হচ্ছে অস্বাভাবিক চাপ। দেখুন ভিডিও

SIR ইসুতে মতুয়াগর বনগাঁ জুড়ে বেশিরভাগ উদ্বাস্তু মানুষ থাকায় তারা বিভ্রান্ত তাদের জন্যই মুখ্যমন্ত্রী বনগাঁয় আসেবেন বলে জানান, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ।

বনগাঁ ও সংলগ্ন অঞ্চলজুড়ে বড় সংখ্যায় মতুয়া ভোটাররা বাস করেন, যাদের একটা অংশ ইতিমধ্যেই নথিপত্র যাচাই নিয়ে উদ্বিগ্ন। ফলে মমতার বার্তা সরাসরি এই অঞ্চলেই দলের রাজনৈতিক অবস্থানকে জোরদার করতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের ।




