SIR এর প্রতিবাদে সংবিধান হাতে পথে মমতা ,পা মেলালেন অভিষেকও , ‘যত বড় নেতা হও টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না’…

0
6

বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR-এর প্রক্রিয়া। আজ, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। এরইমাঝে  এদিন কলকাতার বুকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

অর্পিতা দে, দেশের সময়

কলকাতা : মঙ্গলবার আড়াইটের কিছু পরে, রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের মিছিল । নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সংবিধান হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেত্রীকে।

মিছিল শুরুর আগেই এদিন তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলার বার্তা নিয়ে বেশ কড়াভাষায় নেত্রীকে বলতে শোনা যায়, “যে যত বড় নেতা হও বা মন্ত্রী, আমি পরিষ্কার বলে দিচ্ছি কেউ সামনে আসবেন না টিভিতে মুখ দেখাতে”। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না। আমি কিন্তু প্রত্যেককে চিনে রাখব!

রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি— অর্থাৎ অম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসকদলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক অম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়— ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো’।

মিছিলের সূচনাস্থল ও গন্তব্য নির্বাচনের মধ্যেই তৃণমূলের সাংকেতিক রাজনীতি স্পষ্ট। দলের এক নেতার কথায়, “এই মিছিল শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক অভিব্যক্তি ।”

তবে রেড রোডের এই মিছিলে দুর দুরান্তের জেলার মানুষদের আসতে আগেই নিষেধ করেছিল অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার নেতা, কর্মীরা।

ঠিক এই দিনেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

অভিষেক ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, “এসআইআরের নামে যদি একজন প্রকৃত ভোটারের নামও বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।”

রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে এই মিছিলের দিন মিলিয়ে নেওয়া নিছক কাকতালীয় নয়। তৃণমূল সংবিধান রক্ষা ও ভোটাধিকার সংরক্ষণের দাবি ঘিরে রাজনৈতিক বার্তা দিতে চাইছে। এখন নজর, জোড়াসাঁকোতে পৌঁছে মমতা ও অভিষেক কী বার্তা দেন।

Previous articleসকাল থেকেই বাড়ি বাড়ি কড়া নাড়ছেন বিএলও-রা, বাংলায় শুরু SIR-এর মূল পর্ব, ফর্মটি পূরণ করবেন কীভাবে? রইল বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here