দেশের সময়: কলকাতার পুজোকে টেক্কা দেবে শহরতলি এই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই ৷ সমস্তকিছু ছাপিয়ে বরানগর নোয়াপাড়া দাদাভাই সংঘের মাতৃপ্রতিমা কলকাতার তাবড় তাবড় পুজো কমিটি গুলিকে বড় সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সে কথা বলাই বাহুল্য ৷
বরানগর নোয়াপাড়া দাদাভাই সংঘের এক সদস্য জানান, যৌন কর্মীদের উপরে যাতে কোন রকম আঘাত না আসে,তাঁরাও যে এই সমাজে ভালভাবে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তাঁদেরকে সম্মানের সঙ্গে বাঁচতে দেওয়ার অধিকারটাই আমরা এবারের থিমের মাধ্যমে প্রতিফলন করার চেষ্টা করছি ৷ তিনি আরও জানান সিলিকনের এই দুর্গা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা৷
থিম শিল্পী সন্দিপ মুখোপাধ্যায় জানান, এবারের থিম ‘পরিচয় ‘ ৷ কারণ যেসমস্ত নারীরা সমাজের অন্ধকারে আজও পড়ে আছে ,মুক্ত বাতাসটুকুও পৌঁঁছোয়না তাঁদের কাছে ৷ এমন কি তাঁদের প্রকৃত পরিচয় টুকুও পাওয়া যায় না ৷ প্রত্যেকটি মহিলাদের মধ্যেই ‘মা’ বিরাজমান৷ তাই যে দিন ওই সমস্ত নারীরদের মধ্যে মাকে খুঁজে পাব সেদিনই এই থিমের সার্থকতা আসবে ৷
ইতি মধ্যেই মন্ডপে চলে এসেছে এই সিলিকনের দুর্গা প্রতিমা৷ উদ্যোক্তারা জানিয়েছেন আগামী সপ্তাহেই সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হবে মন্ডপের দরজা৷ তবে মন্ডপের দরজার ফাঁক দিয়ে দূর থেকে অনেকেই এই প্রতিমার এক ঝলক দেখে মুগ্ধ হয়ে বলতে শুরু করেছেন , প্রতিমাকে দেখে বোঝার উপায় নেই এটা আসলে দূর্গামূর্তি ৷ মনে হবে যেন এক মা সাক্ষাত অপেক্ষায় রয়েছেন তাঁর সন্তানদের জন্য ৷
সমাজের সেই স্তরের নারীদের পাদপ্রদীপের আলোয় তুলে আনার চেষ্টা যাঁদের পেশাকে ইতিমধ্যেই মান্যতা দিয়েছে আদালত৷ শুধু পোশাকে মান্যতা দিলেই চলবে না সমাজের কাছে তাঁর পরিচয় করাতে হবে ৷ সেই পরিচয় করানোর উদ্যেশ্যেই এবছর বরানগর নোয়াপাড়া দাদাভাই সংঘের এই থিম ‘ পরিচয় ‘ -এর পরিকল্পনা৷