Shinzo Abe: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

0
716

দেশের সময় ওয়েবডেস্কঃ ভরা জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম জাপানের একটি জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন। সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।

জাপানের সংবাদসংস্থা সূত্রে খবর, নারা শহরের এক জনসভায় বক্তব্য রাখছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন আবে। রক্তারক্তির অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুটি গুলির শব্দ শোনা গিয়েছিল।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরেই হৃদরোগেও আক্রান্ত হয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি চিকিৎসকদের তরফে। সন্দেহভাজন এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

Previous articleCorona : একদিনে আক্রান্ত ৩ হাজার ছুঁতে চলল, মৃত্যুও হয়েছে ২ জনের ,বেড়ে চলেছে করোনা সংক্রমণ, হুঁশ নেই বাংলার
Next articleCoronavirus Updates:দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে !বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here