Sheikh Hasina: ‘শেখ হাসিনা‌‌–অ্যা ট্রু লিজেন্ড’ মুক্তি পাচ্ছে জন্মদিনে

0
627

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী।

শেখ হাসিনার  জন্মদিন ঘিরে তাঁর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা‌‌–অ্যা ট্রু লিজেন্ড’ প্রকাশ করছে প্রযোজনা সংস্থা বৈষ্টমী। 

তথ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন। নির্মাণে সহযোগিতা করেছে কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন। আয়শা এরিন বলেন, ‘২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আমরা বৈষ্টমী পরিবার মনে করছি, তাঁর জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক।

বাংলাদেশ গর্বিত হোক এই মনে করে যে, আমাদের একজন বিশ্বসেরা পর্যায়ের কিংবদন্তীতুল্য নেতা রয়েছেন।’ পরিচালক জানান, প্রামাণ্য চলচ্চিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জমান লিটন তাঁর বয়ানে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ব্যাখ্যাও করেছেন। আয়শা এরিন জানান, চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। তাঁর কথায়, ‘‌৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটি সারাদেশের অন্তত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব বলে মনে করছি।’‌

প্রামাণ্য চলচ্চিত্রটিতে আবহ সঙ্গীত পরিচালনা করেছে নবান্ন ব্যান্ড, কে এইচ এন টিউন। এ ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুটি গান রয়েছে। সম্পাদনায় জনি গোমেজ। সিনেমাটোগ্রাফার হিসাবে কেএইচএন, দুলিও (ডেনমার্ক), মোহাম্মদ রফিক ও সারাহ কাজ করেছেন।

Previous articleCBI: পুজোর আগে শহরজুড়ে তল্লাশি সিবিআইয়ের!
Next articleWeather Update: মুষলধারে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে , জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here