Sheikh Hasina : শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ -ডোনা৷ বাংলাদেশে এসে অভিভূত মহারাজ

0
843

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশে যতবারই গেছেন, ততবারই সে দেশের মানুষের ভালবাসায় আপ্লুত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।এবারও তার ব্যতিক্রম হয়নি। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গতকাল লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান। তাঁরা ঢাকা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রায় ঘন্টা খানেক কথা হয়েছে দুজনের মধ্যে। কী কারণে সৌরভকে বোর্ড থেকে সরতে হয়েছে সেই নিয়েও খোঁজ নেন হাসিনা।

একমাত্র সৌরভের আমন্ত্রণে হাসিনা কলকাতায় এসেছিলেন পিঙ্ক বল টেস্ট ম্যাচের সময়। তাই মহারাজের একটা শ্রদ্ধা আছে তাঁর প্রতি।

হাসিনার সঙ্গে সৌরভের কথাতে রাজনীতির প্রসঙ্গ এসেছে। কেন কী কারণে বিজেপির সঙ্গে তাঁর নাম বারবার জড়িয়েছে, সেই নিয়েও জানতে চান বাংলাদেশে প্রধানমন্ত্রী।

সৌরভ জানান যে তিনি এই মুহূর্তে আই পি এলে দিল্লি দলের ডিরেক্টর পদে রয়েছেন। আগামী দিনে কোচ হলে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন কিনা সেটি জানতে চান হাসিনা। সৌরভ বুঝিয়ে দিয়েছেন এমন প্রস্তাব পেলে ভেবে দেখবেন।

দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশে পা রেখে মহারাজ শুনিয়েছেন তাঁর প্রথম বাংলাদেশ সফরের স্মৃতিও। 

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রস কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‌বাংলাদেশে প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। সর্বশেষ আসি টি–টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারত হেরেছিল। যতবার বাংলাদেশে আসি, অসাধারণ লাগে। ভালবাসা পাই। সবচেয়ে ভাল লাগে স্টেডিয়াম ভর্তি দর্শক।’‌  তিনি আরও বলেন, ‘‌যতবারই এখানে আসি, এত মানুষের ভালবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ।’‌ বাংলাদেশের বিরুদ্ধেই সৌরভের টেস্ট অধিনায়কত্বের শুরু। প্রায় ২২ বছর পর ওই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ জানান, ‘‌বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সঙ্গে আমার নাম সব সময় জড়িয়ে থাকবে। আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে। ওটা ছিল বাংলাদেশেরও প্রথম টেস্ট ম্যাচ। এখনও মনে আছে, তখন নতুন ক্রিকেট স্টেডিয়াম হয়নি। পুরোনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছিল। প্রথম ইনিংস শেষে ড্রেসিংরুমে ঢুকে আমার মনে হয়েছিল, আমার অধিনায়কত্বে প্রথম টেস্ট হেরে যাব! কিন্তু বাকিটা ইতিহাস। টেস্টটা আমরা জিতেছিলাম।’‌ 

Previous articleMadhyamik Exam 2023:পরীক্ষার্থীদের পাশে পুলিশ, জেলায় জেলায় শুরু মাইকিং! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের
Next articleWeather Update: সকাল থেকে মুখ ভার আকাশের, তবে বৃষ্টি কি আজই?জানুন আবহাওয়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here