Shantanu Thakur:  সিএএ বিধি কার্যকর , এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে চান শান্তনু ঠাকুর নিজেই

0
147

দেশের সময় ,বাগদা : .দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে সিএএ বিধি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীরণের কারণে চলে আসা হিন্দু, জৈন, পারসি, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্বের জন্য এক দরজা খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে চান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও।

সিএএ বিধি কার্যকর হওয়ার পর থেকেই তৃণমূল শিবির থেকে এর বিরোধিতা করা হচ্ছে। এর ফলে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই মনে করছেন বিজেপি নেতারা। এমন অবস্থায় এবার তৃণমূলের দাবিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়ে নিজেই নাগরিকত্বের জন্য আবেদন করতে চান মতুয়া মহাসংঘের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

বনগাঁর বিদায়ি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে এবারও লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করা হয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চায় দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠক করেন শান্তনু ঠাকুর। সেই কর্মিসভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বনগাঁর বিজেপি প্রার্থী।

শান্তনু জানান, বাংলাদেশের নথি বাধ্যতামূলক নয় এবং যদি কারও কাছে না থাকে বাংলাদেশের নথি, তাহলে ওই ব্যক্তি যে কোনও রেজিস্টার্ড সংস্থা থেকে লিখিত কপি জমা দিতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেট তৈরি হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য ও ভারতের সুরক্ষার জন্য সঠিক। এটি আগামীতে ভারতের প্রগতির জন্য একটি বড় বার্তা নিয়ে আসবে।’

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘অবশ্যই আমি নাগরিকত্বের জন্য আবেদন করব। আমার না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুরদার নিজস্ব সিটিজেনশিপ কার্ড রয়েছে এদেশের। কিন্তু আমি আবেদন করব। কারণ, তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। আমি নাগরিকত্বের জন্য আবেদন করে দেখব, আমার কিছু বাদ হয়ে যায় কি না।’

Previous articleMusic Video: বসন্তের মরশুমে ভালোবাসার শিহরণ জাগাতে ‘দেশের সময় ‘ নিয়ে আসছে  মিউজিক ভিডিও- ‘সত্যি শোন’
Next articleLok Sabha Election Announcement : কিছুক্ষণের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে কমিশন, এবারেও কি সাত দফাতেই ভোট ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here