দেশের সময় ওয়েবডেস্কঃ লতা মঙ্গেশকরের শেষকৃত্যের সময় তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে দুয়া করতে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। একইসঙ্গে তাঁর পাশে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও। সুরসম্রাজ্ঞীর শেষযাত্রায় দুই ভিন্ন ধর্মের মানুষের সেই প্রার্থনার ফ্রেম মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শিবাজি পার্কে শাহরুখ খানকে নিয়ে রবিবার নতুন বিতর্কের জন্মও হয়েছে। নেপথ্যে এক বিজেপি নেতা।
क्या इसने थूका है ❓ pic.twitter.com/RZOa2NVM5I
— Arun Yadav (@beingarun28) February 6, 2022
No hate can conquer this….
— Aishe (ঐশী) (@aishe_ghosh) February 6, 2022
❤️#ShahRukhKhan pic.twitter.com/rCKoKu2mvX
হরিয়ানার জনৈক বিজেপি নেতা অরুণ যাদব টুইটারে শাহরুখ খানের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর সন্দেহ, লতার মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ। একটি ভিডিও পোস্ট করে এই সন্দেহের কথা জানিয়েছেন তিনি।
অরুণ যাদবের টুইটার হ্যান্ডেলটি ভেরিফায়েড। সেখানেই লেখা রয়েছে তিনি হরিয়ানা রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত। যে ভিডিও তিনি শেয়ার করেছেন তাতে লতা মঙ্গেশকরের মরদেহ দেখা যায়নি। দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে নিজস্ব ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানাচ্ছেন শাহরুখ এবং তাঁর ম্যানেজার পূজা। কিছু পরে মাস্ক মুখ থেকে নামিয়ে একটু সামনের দিকে ঝুঁকলেন শাহরুখ। তারপর আবার দাঁড়িয়ে পড়লেন সোজা হয়ে।
এই মুহূর্তের কথা বলেই সন্দেহ প্রকাশ করেছেন ওই বিজেপি নেতা। ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, উনি কি থুতু ছেটালেন?
বিজেপি নেতার এমন মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর সন্দেহকে সমর্থন করেছেন। অনেকেই আবার তা নস্যাৎ করে দিয়েছেন। কিং খানকে নিয়ে এমন সন্দেহে ওই বিজেপি নেতাকে তুলোধনা করেছেন কেউ কেউ।