Shabaash Mithu: শাবাশ মিঠু’র প্রচারে কলকাতায় তাপসী পান্নু! সঙ্গী মিতালি – সৃজিত

0
723

পিয়ালী মুখার্জি, কলকাতা :১৫ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক। মহিলা ক্রিকেটে এক অন্যমাত্রা যোগ করেছেন মিতালি। ৮ জুন পাকাপাকি ভাবে ক্রিকেট ব্যাট তুলে রাখার কথা ঘোষণা করেন মিতালি। ২২ গজে আর মিতালির ‘রাজ’ দেখা যাবে না। তবে রুপোলি পর্দায় শীঘ্রই দেখা যাবে তাঁর জীবনী। দীর্ঘদিন ধরে এই বায়োপিক নিয়ে রীতিমতো চর্চা চলছে।

আগামী ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জী পরিচালিত ছবি ‘শাবাশ মিঠু’। আর তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই মতোই আজ ছবির প্রচারে কলকাতায় হাজির হলেন ‘শাবাশ মিঠু’র টিম। সঙ্গী ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।

এদিন কলকাতায় ইডেন গার্ডেনের মঞ্চে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের। সেখানেই সংবাদ মাধ্যমের নানান প্রশ্নের উত্তর দিতে দেখা দিলেন অভিনেত্রী। আড্ডার মাঝে উঠে আসে ছবির শুটিং করার সময়কার নানান মজাদার মুহূর্ত।

এদিন প্রচারে একেবারে সাদামাটা লুকে ধরা পরেন অভিনেত্রী। পরণে নীল রঙের ট্রাউজার সাথে ম্যাচিং করা জ্যাকেট। অন্যদিনে পরিচালক সৃজিত মুখার্জীর পরণে সাদা শার্ট জিস্ট। তবে এসবের মাঝে লাল সাদা পোশাকে নজর কেড়েছেন মিতালি রাজ।

২২ গজে মিতালির রাজ কতটা পর্দায় তুলে ধরতে পেরেছেন সৃজিত, তা সময়ই বলবে। তবে ইতিমধ্যেই ট্রেলারে দেখা গিয়েছে, খুদে মিতালির ঝলক থেকে শুরু করে বাইশ গজে দাপট দেখানো মিতালিকে। খুদে মিতালির ভূমিকায় রয়েছে মিস্টি ইনায়ৎ ভার্মা। ফ্রক পরে, দুটো বিনুনি বেঁধে কখনও ক্যাচ নেওয়া, তো কখনও ব্যাট-বল হাতে ইনায়ৎ স্ক্রিনজুড়ে পুরো জ্বলজ্বল করেছে মিতালির রোলে।

আর তাপসী পান্নু তো পুরোপুরি নিজেকে উজাড় করে দিয়েছেন, বাইজ গজের মিতালিকে ফুটিয়ে তোলার জন্য। ছেলেবেলায় মিতালি কীভাবে ক্রিকেটের পথে ঢুকে পড়েন, সেখান থেকে শুরু করে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা… এরপর টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচিত হওয়া সবটাই তুলে ধরা হয়েছে ‘শাবাশ মিঠু’-তে।

তাপসীর কথায়, ‘মিতালির চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। শুটিং শুরুর আগে কিছুই বুঝতে পারছিলেন না অভিনেত্রী। তবে, মিতালির সঙ্গে দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে সবটা পরিষ্কার হতে শুরু করে। নিজের একশো শতাংশ দিয়ে এই কাজ করেছেন অভিনেত্রী।মিতালির থেকে ছবির রিভিউ পেলেও এখন অপেক্ষায় রয়েছেন দর্শকের ভালোলাগার।’

প্রসঙ্গত, মূলত এই ছবি গড়ে উঠেছে মিতালির জীবনের লড়াইকে কেন্দ্র করে। ‘ওম্যান ইন ব্লু’র স্ট্রাগলের কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মিতালি রাজের ভূমিকায় নজর কেড়েছে তাপসী পান্নুর অভিনয়।

শাবাশ মিঠু’র ট্রেলারে দেখা গিয়েছে, একাধিক টুকরো টুকরো গল্প। তার মধ্যেই যে গল্প ক্রিকেটপ্রেমীদের মন নাড়িয়ে দেয়, তা হল… ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের নিজেদের নামের জার্সিও এক সময় ছিল না। ভারতের পুরুষ দলের প্লেয়াররা যে জার্সি পরে খেলতেন, সেই জার্সিই পাঠানো হয় মিতালিদের জন্য। ট্রেলারেই দেখা যায়, বোর্ডের মিটিংয়ে মিতালি জানান, তাঁদের কী দাবি। কিন্তু তা মানা হয় না ওই সময়। এরপরই তাপসীকে বলতে শোনা যায়, ‘এমন খেলা দেখাব, যাতে আমাদের পরিচয় কেউ কখনও ভুলতে পারবে না’।

যদিও এ প্রসঙ্গে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে মিতালি জানিয়েছিলেন, “বায়োপিকের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর পছন্দ।” কিন্তু পরে মিতালির চরিত্রের জন্য তাপসী পান্নুকে ঠিক করা হয়। যদিও প্রথমে এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল ঢোলাকিয়া। কিন্তু পরে টলিউডের তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব পেতেই জোর কদমে কাজ শুরু করেছিলেন পরিচালক।

জেনেছেন মিতালির জীবনের অজানা কথা। চলেছে ক্রিকেটের মক্কা লর্ডসেও শুটিং এবং আসন্ন ছবির প্রেক্ষাপট সাজাতেও সাহায্য করেছিলেন মিতালি নিজে।

ইডেনে এদিন ক্লাব হাউস এবং মাঠ ঘুরে দেখেন ছবির কলাকুশলীরা। মাঠে দাঁড়িয়ে তাপসী বলেন , “এখান থেকে. আমি এখানে অনেক ম্যাচ দেখেছি কিন্তু কখনো ভাবিনি যে আমি এখানে একটা সিনেমার জন্য দাঁড়িয়ে থাকব। এটা একটা অন্যরকম অনুভূতি। এটার প্রতিক্রিয়া ভাষায় বোঝানো শক্ত।

একাধারে চলচ্চিত্র নির্মাতা এবং একজন সত্যিকারের ক্রিকেটপ্রেমী, সৃজিত মুখার্জি। তিনিও ওই ইডেনে নিজের ছবির কাজ করতে এসে দারুণ খুশি। তিনি বলেন , “এটা দারুণ ব্যপার। ইডেন মানেই অনেক নস্ট্যালজিয়া। আর সেখানে আমার ছবি ক্রিকেট নিয়ে। তার জন্য এখানে আমি এসেছি। এটার অনুভূতি অসাধারণ”।

Previous articleMamata Banerjee on Amarnath: অমরনাথে দুর্ঘটনায় আটকে বাংলার বহু পর্যটক,উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, হেল্পলাইন চালু করল নবান্ন
Next articleDesher Samay Epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here