Colours of Pride :মনোস্কোপ সংস্থার উদ্যোগে LGBTQI+ স্পেকট্রাম বিষয়ক বিশেষ সেমিনার : দেখুন ভিডিও

0
184
সৃজিতা শীল কলকাতা

দেশেরসময়: জুন মাসকে গৌরবের মাস বলা হয় । তবে এই গৌরবের উজ্জাপন প্রতিটি দিন প্রতিটি মাসেই করা উচিত।

সমকামিতাকে কোন অপরাধ হিসাবে গণ্য না করার জন্য ভারতে অনেকেই দাবি তুলেছেন দির্ঘ দিন ধরেই।সমকামিতা আর অপরাধ নয় বলে ঐতিহাসিক রায়ও দিয়েছে দেশর সর্বোচ্চ আদালত।

এই বিশেষ বিষয়ের উপর আলোকপাত করতে মনোস্কোপ সংস্থা সোমবার কলকাতার Infinity Banquet হলে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। দেখুন ভিডিও


এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য, সংস্থার কর্ণধার সোমদত্তা ব্যানার্জীর কথায়, সমাজকে সচেতন করা , কারণ এই LGBTQI+ স্পেকট্রামের কথা অনেকেরি অজানা। ভালবাসার আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘১৫৬ বছরের নিপীড়ন’ থেকে রামধনু পতাকাকে মুক্ত করে জানিয়ে দিয়েছে, সমকামিতা অপরাধ নয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা দাস, দীপন চক্রবর্তী, মধুজা নন্দী, মিথ মুখার্জী, ফুল্লরা মুখার্জী, ও অভিষেক গাঙ্গুলি।

Previous articleShipwreck ভূমধ্যসাগরে নৌকাডুবি , বাংলাদেশি সহ উদ্ধার ৫১ , নিহত ১১
Next articlePoet Ashim Saha Passed Away দুই বাংলার জনপ্রিয় কবি অসীম সাহা চলে গেলেন না-ফেরার দেশে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here