Seikh Hasina হরতালে ব্যাপক সাড়া, লড়াইয়ের অঙ্গীকার দলের ,  দেশবাসীকে অভিনন্দন হাসিনার

0
28

রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বিএনপি-জামাত -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের লাগাতার বিরোধিতা, হসমলার মুখে তাদের হরতাল কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লিগ। মঙ্গলবার বাংলাদেশের সব জেলাতেই কম-বেশি হরতাল পালিত হয় বলে দলটি দাবি করেছে। দল ও দেশবাসীকে এজন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সারা দেশে মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লিগের হরতাল পালিত হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ফ্যাসিস্ট, ডেভিল ইউনুস সরকারের অনেক নীলনকশা ছিল। বিভিন্নভাবে সন্ত্রাস ও সহিংসতা করে আওয়ামী লিগের উপর দোষ চাপানোর পাঁয়তারা ছিল। বাংলাদেশ আওয়ামী লিগের নেতাকর্মীরা যাতে সরকারের ফাঁদে পা না দেয়, আমরা আগেই এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক এবং জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে নির্দেশনা দিয়েছিলাম।

হাসিনা বলেছেন, বর্তমান সরকার সমগ্র দেশকে অবরুদ্ধ করে রেখেছে। মানবাধিকার ও বাকস্বাধীনতা শূন্যের কোটায়। এই অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে প্রত্যক্ষ-পরোক্ষভাবে আওয়ামী লিগের নেতাকর্মীদের উপর নজিরবিহীনভাবে অকথ্য নির্যাতন-নীপিড়ন চালিয়ে আসছে। অগণিত আওয়ামী লিগের নেতাকর্মীকে হত্যা করেছে। আওয়ামী লিগের নেতাকর্মীসহ কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়েছে। লাগাতারভাবে গণ-গ্রেফতার চলছে। তার পরও আওয়ামী লিগের কর্মসূচি নস্যাৎ করার লক্ষ্যে যৌথবাহিনীর অপারেশনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নীতি গ্রহণ করেছে এবং বিনা অপরাধে হাজার হাজার আওয়ামী লিগের নেতাকর্মীকে নির্বিচারে আটক করা হয়েছে। প্রায় ৫ হাজারের মতো আওয়ামী লিগের নেতাকর্মীকে গুম করা হয়েছে। তাদের কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

হাসিনা এক বিবৃতিতে বলেছেন, অনতিবিলম্বে  রাজবন্দিসহ আটক করা সকলের নিঃশর্ত মুক্তি এবং গুম করা নেতাকর্মীদের পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, এ রকম ভয়াবহ পরিস্থিতিতে আওয়ামী লিগের যে সব নেতা-কর্মী নিজেদের জীবন বাজি রেখে দলের রাজনৈতিক অঙ্গীকার ও কর্মসূচি নিয়ে জনগণের কাছে গেছে, জনমত সংগঠিত করছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা লিফলেট বিতরণ, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল কর্মসূচি পালনের মাধ্যমে আওয়ামী লিগের দাবিগুলি জনগণের সামনে তুলে ধরেছেন। জনগণ এই অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনুস সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এই খুনি ও ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় জনজীবন বিপর্যস্ত। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই।

তিনি আরও বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। সরকারের দানবীয় শক্তি যতই প্রবল হোক না কেন দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা রুখে দেব। এই দানবের বিরুদ্ধে জনগণের জয় হবেই হবে, ইনশাআল্লাহ, বলেছেন হাসিনা।

Previous articleGujrat Politicsগুজরাতে পুর ভোটে বিজেপির বিপুল জয়
Next articleTangra Unnatural Deaths হাতের শিরা কাটা! ট্যাংরায় তিন ঘরে তিনটি দেহ উদ্ধার করল পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here