![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/DS-AD-01.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেয় নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কয়েক বছর আগেই এই প্রকল্প চালু করেছিলেন। যার অন্যতম লক্ষ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে এই ইউনিফর্ম তৈরি করা যাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়। কিন্তু এই শিক্ষাবর্ষে সেই কাজে কোনও অগ্রগতিই হয়নি। যে কারণে স্কুলে স্কুলে ইউনিফর্ম পাঠানোর তারিখ বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/02.jpg)
নবান্নের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি সরকার ও সরকার পোষিত স্কুলে ইউনিফর্ম পাঠাতেই হবে। দু-সেট করে ইউনিফর্ম দিতে হবে ছাত্রছাত্রীদের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220820-WA0003.jpg)
এখনও ন’টি জেলায় প্রথম সেট ইউনিফর্মই যায়নি বলে খবর। যে কারণে সেই জেলাগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই কাজ বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছে নবান্ন। এই তালিকায় কলকাতা অন্যতম। তা ছাড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। রাজ্য সরকার চায় ১৫ সেপ্টম্বরের মধ্যে সব জেলার স্কুলের পড়ুয়ারা যাতে দু’ সেট করে ইউনিফর্ম পেয়ে যায়। পড়ুয়াদের জন্য প্রায় চার কোটি ইউনিফর্ম বিলি করবে রাজ্য সরকার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/06.jpg)
স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে এই কাজ করতে পারে সেই কারণে ব্যাঙ্ক থেকে তাঁদের ঋণ পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করে পঞ্চায়েতগুলি। এবার সেই কাজের রেখচিত্রও খুব খারাপ জায়গায় রয়েছে বলে খবর। এখনও পর্যন্ত ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী স্কুল ইউনিফর্ম তৈরির কাজ করছে। কিন্তু জোগান মেটাতে প্রয়োজন আরও গোষ্ঠীকে যুক্ত করা প্রয়োজন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/07.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/05.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/11.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/09.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/12.jpg)