School: বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের তিন দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান – দেখুন ভিডিও

0
366

অর্পিতা বনিক – দেশের সময় : বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের প্রথম পর্বের সূচনা হয়েছিল ১৪ এপ্রিল ২০২৩ এ ৷ তারই সমাপনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় চলতি বর্ষের ১৮ জানুয়ারি ৷ চলবে তিন দিন ব্যাপী ৷ দেখুন ভিডিও

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বাবু জানান, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা যেন পড়াশুনার পাশাপাশি কো- কারিক্যুলাম অ্যাকটিভিটি গুলোতেও পারদর্শী হয়ে ওঠে এবং সেই জন্য এবারও তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে ছাত্র ছাত্রীদের নাচ, গান, নাটক , ক্যারাটে প্রদর্শনী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

প্রবল শীত ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষিক শিক্ষিকা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী এবং অভিভাবকেরা বিদ্যালয়ের এগিয়ে এসে যে ভাবে অনুষ্ঠানে যোগদান করেন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ৷

Previous articleAyodhya: ৫৫০ বছর পর রামলালার মূর্তি বসল মন্দিরের গর্ভগৃহে, রবিবারই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন মোদী
Next articleKolkata Book Fair 2024: ভিন্ন যৌনতা: মানবী-মধুজাদের লড়াইয়ে সমাজের ট্যাবু ভাঙার চেষ্টায় বইমেলায় বই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here