Satish Kaushik
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুকাভিনেতা সতীশ কৌশিক

0
381

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। কৌতুক অভিনয়ের জন্য সিনেমা অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

মাত্র ৬৬ বছর বয়সেই সেই হাসি চিরতরে মিলিয়ে গেল। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এদিন ভোরে টুইট করে সতীশের মৃত্যুর খবর জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে ৷

সমাজমাধ্যমের পাতায় এই খবর জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতেই মারা গিয়েছেন সতীশ কৌশিক। পরে ভোর ৫টা ১৬ মিনিট নাগাদ অনুপম খের সতীশের মৃত্যুর খবর টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর একমাত্র সত্য! কিন্তু আমি কোনওদিন স্বপ্নেও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুকে নিয়ে এমন কিছু কথা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে যেন আজ হঠাৎই পূর্ণচ্ছেদ পড়ে গেল। তোমায় ছাড়া আমার জীবন আর আগের মতো থাকবে না সতীশ! ওঁ শান্তি!”

১৯৫৬ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আত্মপ্রকাশের আগে তিনি থিয়েটার জগতে দাপিয়ে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় এবং পরিচালনার পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন। অভিনয় গুণে পেয়েছেন বহু পুরস্কারও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি গুরুগ্রামে কারও সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেইসময় গাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে গুরুগ্রামের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ মুম্বইয়ে আনা হবে বলে জানিয়েছে পরিবার।

নিজের অভিনয়ের মাধ্যমে আট থেকে আশি, সবার মুখে হাসি ফুটিয়েছিলেন সতীশ কৌশিক। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রাম লক্ষ্মণ’, ‘দিওয়ানা মাস্তানা’-র মতো একাধিক সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় সারাজীবন মনে থাকবে মানুষের। পরিচালনাও করেছেন মনে রাখার মতো বেশ কিছু ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘তেরে নাম’, ‘রুপ কি রানি, চোরও কা রাজা’। বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকও করেছিলেন তিনি। যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেন তিনি। টুইটে সে কথাও জানান কঙ্গনা।

পর্দায় তাঁর কৌতুকাভিনয় ছিল অবিস্মরণীয়। ৬৬ বছর বয়সে থামলেন শিল্পী। থামল হাসির রোল।

Previous articleAshok nagar News: অশোকনগর পুরসভা এলাকা থেকে উদ্ধার ১১টি তাজা বোমা
Next articleWest Bengal Weather Update : দোল কাটতেই আকাশের মুখ ভার,বৃষ্টির পূর্বাভাস রাজ্যে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here