দেশেরসময় ওয়েবডেস্কঃ সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। ৫ মাস পর কেন্দ্রর থেকে মিলল বকেয়া টাকা। কেন্দ্রের কাছ থেকে প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, স্কুল শিক্ষা দফতরের অধীনে সমগ্র শিক্ষা মিশন খাতে কেন্দ্র ৯৫০ কোটি টাকা পাঠিয়েছে। এই টাকা পাঠাতেও দিল্লি প্রায় ৫ মাস ধরে টালবাহানা করেছে বলে নবান্ন সূত্রের দাবি।
প্রসঙ্গত, সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের পুরোটাই কেন্দ্রীয় বরাদ্দে চলে না। পঞ্চদশ অর্থকমিশনের সুপারিশের ভিত্তিতে প্রকল্পের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। তবে প্রশাসনিক খরচ ইত্যাদি মিলিয়ে রাজ্যের আরও বেশি টাকা খরচ হয়।
এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘আর্থিক সংকট শুধু পশ্চিমবঙ্গে নয়। দেশের অধিকাংশ রাজ্যে রয়েছেন। অনেক রাজ্যের বিপুল পরিমাণ ঋণ রয়েছে। সুতরাং এটি সর্বভারতীয় সমস্যা। অর্থের অভাব। তা তো দিয়ে দিতেই হবে।’
জেলায় স্কুল বিল্ডিং, ক্লাস রুম তৈরি সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হয় এই প্রকল্পের আওতায়। বকেয়া টাকা চেয়ে বহুদিন ধরে দিল্লির দৃষ্টি আকর্ষণ করছিল রাজ্য। এমনকি কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বকেয়া পাওনার যে হিসাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও সমগ্র শিক্ষা মিশনের প্রসঙ্গ ছিল। দিল্লি এই টাকা দিতে দেরি করায় জেলাস্তরে নতুন শ্রেণি বা স্কুল নির্মাণের কাজ অনেকটাই থমকে গিয়েছিল। তা এবার শুরু হবে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া স্কুল শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু সংস্কারও করছে রাজ্য। যাতে স্কুলে পঠনপাঠন ছাত্রছাত্রীর কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে সে জন্য স্কুলে স্কুলে ছাত্র সংসদ, আনন্দ পরিসর ইত্যাদি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
তবে সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। বকেয়া টাকা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে নবান্ন। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভ জন্মাবে। যার প্রভাব পড়তে পারে পঞ্চায়েত ভোট বাক্সে। সেই কারণেই আর কিছুদিনের মধ্যেই হয়ত কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলায় একশো দিনের কাজের ব্যাপক দুর্নীতির অভিযোগে কেন্দ্রকে একাধিক নালিশও জানিয়েছে বঙ্গ বিজেপি। এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও রয়েছে একাধিক অভিযোগ।
এই আবহে মুখ্যসচিব জেলাশাসকদের পঞ্চায়েতের কাজে সচ্ছ্বতা রাখতে কড়া নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে অর্থাৎ কয়েকমাস আগে বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে জানিয়েছিলেন রাজ্যের প্রাপ্য প্রায় ৯৭ হাজার কোটি দিচ্ছে না কেন্দ্র। এমনকী, তার হিসাবও প্রকাশ করে এ রাজ্যের শাসকদল। এরপর আজ প্রায় পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।