ওঁ সরস্বতৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ……..। আজ বসন্ত পঞ্চমী। তাই ঘরে ঘরে, স্কুল-কলেজ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে, ক্লাবে, ব্যাংকে আজ বাণী বন্দনার মন্ত্রোচ্চারণে আকাশ-বাতাস মুখরিত। চারপাশের এই পবিত্র অপার্থিব পরিবেশ সকল শিক্ষার্থীর কাছে তো বটেই- সকল নর নারীর কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ বাক্য, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সংগীত, কৃষ্টি সংস্কৃতি এবং সকল রকমের শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবী। গভীর শ্রদ্ধা, একাগ্রতা আর সৎচেষ্টার দ্বারা প্রকৃত জ্ঞানার্জনই হল এই দেবী পূজার মূল কথা তথা সার্থকতা।
সেই দেবী সরস্বতী বীণা বাজাচ্ছেন !সমাজমাধ্যমে এমন ভিডিও ভাইরাল হল তা দেখে থ নেটিজেনরাও। দেখুন সেই ভিডিওটি –
এমনটা হল কী ভাবে? বনগাঁর নিউ সিংহ জুয়েলার্স এর কর্ণধার রতন সিনহা জানালেন,আসলে গোটাটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে।
এই ভিডিও দেখে নেটাগরিকেরা প্রায় সকলেই বলছেন,”দেবী সরস্বতী” ছাড়া আমাদের বাক্য, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সংগীত, কৃষ্টি সংস্কৃতি এবং সকল রকমের শিল্পকলা সম্ভব নয় তাই তাঁকে এভাবে দেখতে পেয়ে খুশি যা কল্পনা বা স্বপ্নে ভাবি তা এভাবে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে ।