Sarad Samman 2023: আইএমএ-র শারদ সন্মান প্রদান ৩৪ টি দুর্গাপুজো কমিটিকে

0
238
সঙ্গীতা চৌধুরী: কলকাতা:

১৮ই নভেম্বর আইএমএ- র ( ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন) রাজ্য শাখা স্বাস্থ্য সচেতনতা ও সমাজসেবামূলক কার্যে বিশেষ অবদানের জন্য ৩৪ টি পুজো কমিটিকে শারদ সন্মান প্রদান করে। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কলকাতার প্রেস ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী, স্বাস্থ্য আধিকারিক সিদ্ধার্থ অধিকারী, কলকাতার পুরসভার ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ, শিক্ষাবিদ ও সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, আইএমএ -এর সেক্রেটারি এবং সাংসদ ডা: শান্তনু সেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শান্তনু সেন।

আজ থেকে প্রায় ১২ বছর আগে আইএমএ- এই বিশেষ সন্মান প্রদানের কাজ শুরু করে। সেরা মন্ডপ, প্রতিমা ,আলো ও পারিপার্শ্বিক আরো নানা দিক বিচার করে বিভিন্ন জেলা এবং কলকাতাসহ মোট ৩৪ টি পুজো কমিটি শারদ সন্মানের জন্য নির্বাচিত হয়। চিকিৎসকেরাই মন্ডপ ঘুরে বাছাই পর্ব করেন। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য রাখেন। এরপরই মূল অনুষ্ঠানে প্রথমেই জেলার পুজো কমিটির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারপর কলকাতার নামজাদা পুজো কমিটির প্রতিনিধিরাও এক এক করে পুরস্কার গ্রহণ করেন। যেমন- ‘ সিংহী পার্ক সর্বজনীন ‘, ‘বাদামতলা আষাঢ় সঙ্ঘ’, ‘ টালা প্রত্যয় ‘ ইত্যাদি। 

‘সিংহীপার্ক সর্বজনীন ‘ – কমিটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অভিজিৎ সাহা। পুরস্কার পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন যে, ” খুবই ভালো লাগছে এ রকম একটি সন্মানজনক পুরস্কার পেয়ে।”। তিনি আরো বলেন ,”আমাদের প্রতিমা অন্যান্য বারের মত এবারেও কার্নিভালে গিয়েছে, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা আগামী বছরের পুজোর পরিকল্পনাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমাদের ক্লাব শুধু পুজো নিয়েই মেতে থাকে না, সারা বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বহু সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি। আমাদের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার সহ অন্যান্য সমস্ত সদস্যরাই যে কোন সামাজিক কাজের ক্ষেত্রে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভবিষ্যতে আমাদের আরো নানান ধরনের কর্মসূচির পরিকল্পনা আছে।”

Previous articleModel: বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডকে ভার্চুয়ালি বিয়ে, সমালোচনার মুখে কলকাতার মডেল
Next articleAshoknagar: জগদ্ধাত্রী পুজোতেও থিমের জোয়ারে ভাসছে অশোকনগর, স্কাইল্যার- এর থিম আদিবাসীদের আঙিনায়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here