Santanu Thakur উপনির্বাচনের মুখেই শান্তনুর মুখে এনআরসি   প্রসঙ্গ, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

0
78
অর্পিতা বনিক দেশের সময়

বাগদা:লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই ফের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নাগরিকত্বের আবেদনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আগামী বুধবার নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুরবাড়িতে বসবে ক্যাম্প করা হবে। বাগদার উপনির্বাচনে আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের মুখে উঠে এল এনআরসি প্রসঙ্গও। পালটা প্রতিবাদ তৃণমূলের।

সিএএ-র বিধি চালু হওয়া নিয়ে কম টালবাহানা হয়নি দেশ জুড়ে। অবশেষে তা চালু হয়েছে লোকসভা ভোটের ঠিক আগে। দেশের নানা প্রান্তে কয়েক জন আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব পেয়েও গিয়েছেন। তবে এ নিয়ে বিতর্ক থামেনি। এই আবহে সিএএ-র পরে কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালুর পথে এগোবে বলে বার বারই আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী শিবির। ‘বে-নাগরিক’ বলে দেগে দিয়ে বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে মনে করেন তাঁরা। ভোটের প্রচারে এ রাজ্যে সিএএ প্রসঙ্গ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে উঠে এসেছে।

১০ জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।রবিবার ওই এলাকাতেই বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন। ‘সিএএ চালু হয়েছে কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন, ততক্ষণ সমস্যা থেকে যাচ্ছে।

আগামী দিনে ভারতবর্ষে কোনও সরকার এনআরসি চালু করলেও আইন অনুযায়ী আপনারা তার আওতায় পড়বেন না। ’ এরপরেই তিনি ঘোষণা করেন আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে।

রাজনৈতিক এই পরিস্থিতিতে এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

তবে, এই ক্যাম্প করার বিষয়টি নিয়ে চূড়ান্ত বিরোধিতা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, ‘ এইভাবে ক্যাম্প করা একটা ভাঁওতা, মানুষ এটা মানছে না। এটা তো কেন্দ্রীয় সরকার করবে। এটা তো ওঁর (শান্তনু ঠাকুর) ব্যক্তিগত ব্যাপার নয়। আমরা তো শুরু থেকেই নিঃশর্ত নাগরিকত্ব চাইছি।’ বাগদা উপনির্বাচনের আগে মানুষকে ভুল বার্তা দিতে এই ক্যাম্প করা হচ্ছে বলে দাবি করেন তিনি।’

রবিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাগদায় উপনির্বাচনের প্রচারে এসে কটাক্ষ করেছিলেন, ‘সিএএ কোনও মোয়া না লাড্ডু।’ এই প্রসঙ্গে তিনি বলেন ববি হাকিম কোন ফ্যাক্টর না উনি যেখানে ফ্যাক্টর সেখানে গিয়ে কথা বলুন।’

শান্তনুর কথায় এনআরসি চালুর ইঙ্গিত দেখছেন বিরোধীরা। বিষয়টির সমালোচনা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘মতুয়ারা জানেন, তাঁরা ভোট দেন, তাঁরা এ দেশের নাগরিক। তাঁরা সিএএ-তে আবেদন করছেন না বলে শান্তনু এনআরসির ভয় দেখিয়ে আবেদন করানোর চেষ্টা করছেন।’’

শান্তনু এ দিন জানান, আগামী বুধবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে নাগরিকত্বের আবেদনর জন্য শিবির করা হবে। অনলাইনেও আবেদন করা যাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, আবেদন করার পরে যখন সরেজমিন খতিয়ে দেখা হবে, তখন তিনি শংসাপত্র দিয়ে দেবেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই চালু করা হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইনের বিরোধিতা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। লোকসভা নির্বাচনের আগেও বেশ কিছুদিন ঠাকুর বাড়িতে এই ধরনের ক্যাম্প করা হয়েছিল। তবে একাধিক নথি জমা দিয়ে এই নাগরিকত্ব পাওয়ার বিষয়ে বিরোধিতা করে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Previous articleRath Yatra: খোল-করতাল, মঙ্গলশাঁখে রথযাত্রায় মাতল বাংলাদেশ, ধামরাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা শুর
Next articlePartha Bhowmick: ‘আমি ক্ষমা চাইছি আমাদের একটা সুযোগ দিন’, বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণার জন্য ভরা সভায় হাতজোড় করলেন পার্থ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here