Santa Claus: বড়দিনে সান্তাক্লজ পৌঁছে গেছে বয়নালা আদিবাসী গ্রামে : দেখুন ভিডিও

0
422

শম্পা গুহ মজুমদার কলকাতা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থিত বয়নালা আদিবাসী গ্রাম। পোস্ট অফিস খেয়াদাহ এবং অঞ্চল তারদাহ কাপাসাতি। মুন্ডা অধ্যুষিত এই গ্রামের মানুষ নীরবে, নিভৃতে নিজেদের লোকশিল্প, ঐতিহ্য ও সাদ্রি ভাষা সযত্নে লালন করে চলেছেন।

সোমবার বড়দিনে ‘যাদবপুর নব উদীরণ হেল্পএজ সোসাইটির’ উদ্যোগে আদিবাসী গ্রামের মানুষদের কম্বল বিতরণ করা হলো। এই উদীরণ ক্লাব একেবারেই ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান। নানা মানুষের অনুদানের সাহায্যে গরিব মানুষদের পাশে ওনারা সব সময় আছেন । সুদূর আমেরিকার ইলিনয়েস ইউনিভার্সিটির প্রফেসর রুনা ভৌমিক ও কলকাতার অনেক গুণী মানুষ আজ বড়দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেখুন ভিডিও

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ওনারা উদীরণ সোসাইটির হাত শক্ত করছেন। উদীরণের একনিষ্ঠ সদস্য ৮৫ বছরের শিবপ্রসাদ দাস সান্তাক্লজ সেজেছেন। বিলুপ্ত হতে বসা সাদ্রি ভাষাতে কবিতা পাঠ ও গানের তালে তালে সবার পা মেলানো, বড়দিনের আনন্দকে আরো উজ্জ্বল করে তুলেছে। সান্তাক্লজের টুপি আর চকোলেট পেয়ে আদিবাসী বাচ্চা দের আনন্দ দেখার মতন। গ্রামের মানুষদের হাতে কম্বল আর খাবারের প্যাকেট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হলো। উদীরণ সোসাইটির একনিষ্ঠ কর্মী পারমিতা, দীপা ও সাথীর হাত ধরে এই সমাজসেবা আরো অনেক গরিব মানুষের কাছে পৌঁছবে এই প্রত্যাশা রইলো।

Previous articleBangasundari: ২৬ বছর পর বনগাঁয় ফিরছে ‘বঙ্গসুন্দরী ‘ ফ্যাশন শো বিউটি কন্টেস্ট : দেখুন ভিডিও
Next articleChristmas 2023 : দেশজুড়ে পালিত ক্রিসমাস, বাংলা ও বাঙালির বড়দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here