Sandip Ghosh: আইএমএ থেকে সাসপেন্ড আরজি করের প্রাক্তন অধ্যক্ষক সন্দীপ ঘোষ

0
128

দেশের সময়, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের জের। সন্দীপ ঘোষকে (আইএমএ) সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর আগে ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে সন্দীপকে।

এবার আইএমএ থেকে সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষকে। আইএমএর হেড কোয়ার্টারের শৃঙ্খলারক্ষা কমিটি সাসপেন্ড করল তাঁকে। আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে এই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে।  

আরজিকরে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম থেকে সন্দীপ ঘোষ যে ভূমিকা নিয়েছিলেন, তা ভালভাবে নেয়নি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ (বেঙ্গলস) ও এর বিরুদ্ধে সরব হয়েছিল। সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছিল ডাক্তার সন্দীপ ঘোষের আচরণের।

Previous articleBJP Bangla Bandh বিজেপি’র ডাকে বুধবার ১২ ঘন্টার বাংলা বনধ -এর খন্ডচিত্র বনগাঁ থেকে কলকাতা : দেখুন ভিডিও
Next articleHaridevpur এবার হরিদেবপুর, ১০ বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার করে ছেড়েও দিল পুলিশ ! এলাকায় উত্তেজনা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here