Sandeshkhali : ‘…আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, প্রত্যেকের শাস্তি হবে’,বললেন ডিজি রাজীব কুমার

0
118

দেশের সময় ওয়েবডেস্কঃ সন্দেশখালির জেটি ঘাট লাগোয়া পিডব্লুডির গেস্ট হাউসে রাত্রিবাস করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

সূত্রের খবর, গতকাল রাতভর স্থানীয় পুলিশকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন ডিজি। একইসঙ্গে বিশাল পুলিশ বাহিনীকে এলাকায় টহল দিতেও দেখা গিয়েছে। গতকালই সন্দেশখালি পৌঁছেছেন রাজীব কুমার। লঞ্চে করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন রাজ্য পুলিশের ডিজি। নদী পথে সেতুলিয়া সর্দারপাড়ার দিকেও যেতে দেখা যায় তাঁকে। পাশাপাশি সন্দেশখালি থানায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পিডব্লুডি   বাংলো থেকে বের হন। তারপর বোটে চড়েন। মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। তিনি বলেন, “আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করেন। নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয়। আমি ফোর্সের সঙ্গে কথা বলেছি।”

শাহজাহান কবে গ্রেফতার হবেন? এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।”

সকাল ৯টা নাগাদ ধামাখালি থেকে বোটে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজীব কুমার। তবে এডিজি সাউথ বেঙ্গল আবার ফিরলেন  সন্দেশখালি।

এদিকে আজই সন্দেশখালিতে পৌঁছচ্ছে জাতীয় এসটি কমিশন। ইতিমধ্যে সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিকে নোটিশ দিয়েছে জাতীয় এসটি কমিশন। কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা। কমিশনের হুঁশিয়ারি, ‘কী পদক্ষেপ সন্দেশখালিকাণ্ডে, জানাতে হবে ৩ দিনের মধ্যে, ৩ দিনের মধ্যে জবাব না মিললে আইন অনুযায়ী ব্যবস্থা।’ এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালিতে আসে জাতীয় মহিলা কমিশন।

এদিকে গ্ৰেফতার হওয়া সাংবাদিককে সন্দেশখালি থানা থেকে বের করে বুধবার রাতেই নিয়ে আসা হয় ভবানীভবনে। সূত্র মারফত জানা যাচ্ছে, শেখ শাহাজাহানকে গ্ৰেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পুরো এলাকা ঘিরছে।

Previous articleSandeshkhali: দিনভর অ্যাকশন মোডে ডিজিপি, সন্দেশখালিতেই রাতে থাকছেন রাজীব কুমার
Next articleWeather Update: ভরা বসন্তে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here