Salman Khan : সলমনকে আজীবন সদস্যপদ দিল ইস্টবেঙ্গল,প্রিয় জার্সি পেয়ে উচ্ছ্বসিত ভাইজান

0
650

দেশের সময় ওয়েবডেস্কঃ ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ক্লাব মাঠে মেগা মিউজিক্যাল ডান্স শোয়ে সুপারস্টার সলমন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দিয়েছে মেগা তারকাকে। লাল হলুদ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এমনকী সলমনের প্রিয় ২৭ নম্বর জার্সিও দেওয়া হয়েছে জাঁকজমক অনুষ্ঠানে।

লাল হলুদ ক্লাব মাতিয়ে দেন ভাইজান। অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধনা দেওয়া হল সলমনকে। তিন ঘন্টার অনুষ্ঠানের মাঝে মিনিট পাঁচেকের সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্য সরকারের পক্ষ থেকে সলমন খানকে সংবর্ধিত করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

বেশ কয়েকটা ফুটবলে সই করেন সলমন। তারমধ্যে কয়েকটা ছুড়ে দেন দর্শকদের উদ্দেশে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ছিলেন দেবব্রত সরকার, রূপক সাহা এবং রজত গুহ। কলকাতার দর্শকরা মন কেড়ে নিয়েছে সুলতানের। বিশেষ উপহার পেয়ে খুশি বলিউডের ভাইজান। সলমন বলেন, ‘এখানে এসে খুব ভাল লাগল। দর্শকরা অসাধারণ। ইস্টবেঙ্গলে এসে দারুণ লাগছে। আমি খুবই খুশি। আশা করব আপনাদের কামনা পূর্ণ হবে। আপনারা যা চাইবেন তাই পাবেন। আবার ফিরে আসব।’ ১৩ বছর পর কলকাতায় পা রেখেই মন ভরালেন ভাইজান।

সুপারস্টার সলমন খানের নেতৃত্বে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগড়ে, কামাল খান সহ আরও অনেকে এই অনুষ্ঠানে পারফর্ম করেন।  

লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সলমনের পছন্দের জার্সি দেওয়া হয়েছে। বক্তব্যে ভাইজান বারবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরি সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরও বহু কর্তা হাজির ছিলেন।  

Previous articleDesher Samay e paper দেশের সময় ই পেপার
Next articleCyclone Mocha: মোকা আছড়ে পড়বে দুপুরেই, বাংলার কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here